মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » জীবনযাপন » মধুর সম্পর্কে তিক্ততা বাড়ার ১৬ লক্ষণ
মধুর সম্পর্কে তিক্ততা বাড়ার ১৬ লক্ষণ
প্রতিটি সম্পর্ক শুরু হয় অনেক মধুরভাবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সময়ের সাথে সাথে সম্পর্ক বদলাতে শুরু করে। যখন একে অপরকে গভীরভাবে জানতে শুরু করেন, তখন সম্পর্কে তিক্ততাও আসতে শুরু করে। তবে ভালাবাসার সম্পর্কে যদি দুর্ব্যবহার করা শুরু হয়, তবে দিন কাটানো কঠিন হয়ে যায়। দুর্ব্যবহার মৌখিক, শারীরিক বা অর্থনৈতিক- যেকোনো ভাবেই হতে পারে।
মানুষ সাধারণত নিজের পছন্দ অনুযায়ী সঙ্গী পছন্দ করে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় বিয়ের পর সঙ্গীর সাথে বনি-বনা হয়না। সম্পর্কে তিক্ততা দেখা দিলে মানুষ আগে ঠিক করার চেস্টা করে। শুরুতেই সম্পর্ক থেকে বের হয়ে আসতে চায়না। অনেকে সমাজ, পরিবার ও সন্তানদের কথা চিন্তা করে দীর্ঘদিন নানারকম অত্যাচার হজম করে যায়। তবে আপনার জীবনসঙ্গী টক্সিক কিনা- তা অনেক সময় শুরুর দিকেই বোঝা যায়। আপনার সম্পর্কেও এমন ঘটলে, সময় হাতে থাকতেই বের হয়ে আসার চেস্টা করুন।
টক্সিক সম্পর্কের লক্ষণ:
১. আপনার ইচ্ছা না থাকলেও শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হচ্ছে।
২.সঙ্গীকে কোনো ব্যাপারে ‘না’ বলতে পারছেন না।
৩.আপনার সঙ্গী সব সময় নিজের ভুল অস্বীকার করে যাচ্ছে।
৪.সে আপনাকে অন্যের সাথে বারবার তুলনা করে।
৫.সঙ্গীর কোনো পছন্দতে নিষেধ করলে সে নেতিবাচক আচরণ করে।
৬.দ্বিমত প্রকাশ পেলে, আপনার যুক্তিকে সবসময় প্রত্যাখ্যান করে।
৭.কাজে মনোযোগ দিতে পারছেন না। কারণ বার বার সঙ্গীর কর্মকান্ড মাথায় ঘুরতে থাকে।
৮.জনগণের সামনে অপ্রস্তুত করে দেওয়া আচরণ করে।
৯.অহংকারী আচরণ করে। অথবা আপনার উপর অধিকার খাটানোর চেস্টা করে।
১০.আপনার বিভিন্ন দিক পরিবর্তন করানোর চেস্টা করে।
১১.আপনার সবকাজে নিরুৎসাহিত করে।
১২.আপনাকে নিয়ে সমালোচনা করে।
১৩. আপনাদের সম্পর্ক থেকে অবাস্তব কিছু আশা করে।
১৪. আপনাকে এড়িয়ে চলার চেস্টা করে।
১৫.আপনি নিষেধ করেছেন এমন কাজ বার বার করে।
১৬.আপনাকে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।
বিষয়: #তিক্ততা #মধুর #লক্ষণ #সম্পর্ক