মঙ্গলবার ● ২৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » বিশ্ব » দ্বিতীয় দফা যুদ্ধবিরতির চুক্তিতে আরও সময় লাগবে: নেতানিয়াহু
দ্বিতীয় দফা যুদ্ধবিরতির চুক্তিতে আরও সময় লাগবে: নেতানিয়াহু
হামাসের কাছ থেকে জিম্মিদের উদ্ধারে দ্বিতীয় দফা যুদ্ধবিরতির চুক্তিতে যেতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রবিবার (২৪ ডিসেম্বর) পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে এ কথা জানান তিনি।
পার্লামেন্টে এমপিরা দ্বিতীয় দফা যুদ্ধবিরতির দাবিতে সরব হন। তারা বাকি জিম্মিদের উদ্ধারে বর্তমান যুদ্ধকালীন মন্ত্রিসভার পরিকল্পনা জানতে চাইলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধবিরতির ব্যাপারে আমরা এখনই কিছু বলতে পারছি না। কারণ ইসরায়েলি বাহিনীর ফিল্ড কমান্ডারদের সঙ্গে এ ব্যাপারে আমার কথা হয়েছে; তারা বলেছে, বর্তমানে তাদের মিশন যে পর্যায়ে রয়েছে…. তাতে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরের মতো পরিস্থিতি আসতে আরও কিছুটা সময় নেবে।
কমান্ডাররা আমাকে আরও বলেছে, এই মুহূর্তে যদি কোনো চুক্তি হয়, তাহলে তা উপত্যকায় চলমান সামরিক অপারেশন বা মিশনের জন্য ক্ষতিকর হবে। আমরা কেউই চাই না (গাজায়) সামরিক অপারেশন বাধাগ্রস্ত হোক। কারণ এর সঙ্গে আমাদের নিরাপত্তার প্রশ্ন সরাসরি যুক্ত।
তবে আমাদের সেনা সদস্যরা জিম্মিদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হামাসের কব্জা থেকে জিম্মিদের মুক্ত করা গাজায় চলমান মিশনের প্রধান লক্ষ্য।
বিষয়: #দফা #দ্বিতীয় #নেতানিয়াহু #যুদ্ধবিরতি