শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » তপশিল ঘোষণায় প্রভাব ফেলবে না ডোনাল্ড লু’র চিঠি; ইসি সচিব
প্রথম পাতা » প্রধান সংবাদ » তপশিল ঘোষণায় প্রভাব ফেলবে না ডোনাল্ড লু’র চিঠি; ইসি সচিব
৮৫ বার পঠিত
মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তপশিল ঘোষণায় প্রভাব ফেলবে না ডোনাল্ড লু’র চিঠি; ইসি সচিব

সারাদেশেই এখন গুঞ্জন চলছে তপশিল ঘোষণার দিনক্ষণ নিয়ে। তপশিল ঘোষণায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠি কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলম। তিনি বলেন, কমিশনের প্রস্তুত করা রোডম্যাপ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তপশিল ঘোষণায় প্রভাব ফেলবে না ডোনাল্ড লু’র চিঠি; ইসি সচিবমঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, কখন, কীভাবে তপশিল ঘোষণা হবে, তা আগামীকাল বুধবার সকাল ১০টায় সাংবাদিকদের জানানো হবে।

একজন সাংবাদিক জিজ্ঞেস করেন, ডোনাল্ড লুর চিঠির তপশিল ঘোষণায় কোনো প্রভাব ফেলবে কি না এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কোনো প্রভাব ফেলবে না। কারণ, চিঠি কমিশনের কাছে আসেনি। প্রথমত, এটি সংলাপের চিঠি কি না এটা তো কমিশন অবহিত নয়। সুতরাং কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে ঘোষিত রোডম্যাপ (পথনকশা) অনুযায়ী এগিয়ে যাবে।

উল্লেখ্য, সোমবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রধান তিন রাজনৈতিক দলকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি দেয়। ইতিমধ্যে তার দেওয়া চিঠি বিএনপি ও জাতীয় পার্টি পেলেও আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।



বিষয়: #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)