সোমবার ● ২৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » বিশ্ব » রাশিয়ার পারমাণবিক জাহাজে আগুন
রাশিয়ার পারমাণবিক জাহাজে আগুন
রাশিয়ার একমাত্র পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার ও কার্গো জাহাজে আগুন লেগেছে। সোভিয়েত আমলে তৈরি জাহাজটিতে আগুন লাগার পর জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। যে কারণে হতাহতের ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে।
২৫ ডিসেম্বর, সোমবার রাশিয়ার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ও চুল্লির নিরাপত্তার ক্ষেত্রে কোনো হুমকি নেই।
বিবিসি জানায়, রাষ্ট্র পরিচালিত ওই কার্গো-আইসব্রেকারটিতে রবিবার আগুনের সূত্রপাত হয়। যেটি বর্তমানে রাশিয়ার উত্তরের নগরী মুরমানস্কের পোতাশ্রয়ে রয়েছে।
দেশটির জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, আগুন সর্বোচ্চ ৩০ বর্গমিটার জুড়ে ছড়িয়েছিল। দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। যার কারণে আগুন জাহাজের গুরুত্বপূর্ণ যন্ত্র বা চুল্লির কোনো ক্ষতি করতে পারেনি।
১৯৮৮ সালে কাজ শুরু করা জাহাজটিতে এক দশক আগে বড় ধরণের সংস্কার করা হয়। এটি রাশিয়ার একমাত্র পরমাণু শক্তি চালিত আইসব্রেকিং ট্রান্সপোর্ট জাহাজ।
বিষয়: #আগুন #জাহাজ #পারমাণবিক #রাশিয়া