সোমবার ● ২৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ১ জানুয়ারি বই উৎসব আয়োজনে সম্মতি ইসির
১ জানুয়ারি বই উৎসব আয়োজনে সম্মতি ইসির
১ জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে নতুন বই উৎসব আয়োজনে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
২৪ ডিসেম্বর, রবিবার এ তথ্য জানা যায়।
ইসি জানায়, অন্যান্য বছরের মতো ২০২৪ সালের ১ জানুয়ারি শিক্ষাবর্ষ শুরুর দিনে আনুষ্ঠানিকভাবে সারাদেশে নতুন পাঠ্যবই বিতরণ উৎসবে সম্মতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সবাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথা নিয়মে বই বিতরণ করবেন। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রমে সম্মতি দিলে এটা অব্যাহত থাকবে।
শুধু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীন সুয়াগঞ্জ তফাজ্জল আহাম্মদ চৌধুরী হাইস্কুল অ্যান্ড কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠান আয়োজনে নির্বাচন কমিশন অসম্মতি দিয়েছে।
এদিকে একই মাসে, অর্থাৎ ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফশিল অনুযায়ী, এখন চলছে প্রার্থীদের প্রচারণা, যা শেষ হবে ৫ জানুয়ারি।
বিষয়: #নির্বাচন ২০২৪