মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বাংলাদেশ » তারাগঞ্জে ইউপি চেয়ারম্যান পাইলটের বিরুদ্ধে ধর্ষণ মামলা অভিযোগ
তারাগঞ্জে ইউপি চেয়ারম্যান পাইলটের বিরুদ্ধে ধর্ষণ মামলা অভিযোগ
সিরাজুল ইসলাম বিজয়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। উপজেলার ৫নং সয়ার ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আল-ইবাদত হোসেন পাইলটের (৪০) বিরুদ্ধে ভুক্তভোগী ওই নারী-নারী শিশু নির্যাতন দমন আইনে তারাগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
নারীর অভিযোগ আমলে নিয়ে গত বৃহস্পতিবার মামলাটি থানায় নথিভুক্ত করেছে পুলিশ। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত (তদন্ত) ওসি জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জানা গেছে, আল-ইবাদত হোসেন পাইলট ৫নং ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুই বছর আগে আল-ইবাদত হোসেন পাইলটের সঙ্গে ফার্মেসীর দোকানে ঔষধ ক্রয়ের মাধ্যমে পরিচয় হয় ওই নারীর। মুঠোফোনের নম্বর দেওয়া নেওয়ার মাধ্যমে একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মুঠোফোনে কল করে এবং এসএমএসের মাধ্যমে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দেন চেয়ারম্যান। বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে দেওয়াসহ নগদ অর্থের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় চেয়ারম্যান পাইলট। ওই নারী চেয়ারম্যান পাইলটের কাছ থেকে নিজেকে রক্ষা করতে চাইলে চেয়ারম্যান বিভিন্ন প্রতারণার ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২ অক্টোবর নিজ বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি পরিবারের কাছে জানাজানি হলে ওই নারী বৃহস্পতিবার তারাগঞ্জ থানায় চেয়ারম্যান আল-ইবাদত হোসেন পাইলটের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত (তদন্ত) ওসি জহুরুল হক বলেন, ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যান আল-ইবাদত হোসেন পাইলটের বিরুদ্ধে ওই নারী থানায় মামলা করেছেন। আসামীকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।
বিষয়: # #ইউপি #চেয়ারম্যান #তারাগঞ্জ