রবিবার ● ২৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » বাংলাদেশ » সরিষাবাড়ীতে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার-৪
সরিষাবাড়ীতে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার-৪
জামালপুরের সরিষাবাড়ীতে পর্নোগ্রাফি মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
২৩ ডিসেম্বর, শনিবার দুপুরে উপজেলা সাতপোয়া ইউনিয়নের চর দাশের বাড়ি এলাকা হতে ভিকটিমের অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর দাসের বাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ সোহাগ মিয়া (১৯), মোঃ জয়নাল আবেদীনের ছেলে মোঃ রুকনুল ইসলাম রুকন (২৩), কুব্বাত আলীর ছেলে সাহেদুল ইসলাম আল আমিন(৩০) ও মোঃ আঃ ছবুর এর ছেলে মোঃ সৌরভ হোসেন (১৮)। এছাড়াও অজ্ঞাতনামা ৪/৫ জনকে এ মামলায় আসামি করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা সৌদি প্রবাসী সুজন মিয়ার স্ত্রীর বসত ঘরের পাশের গোসলখানায় গোসল করার সময় নগ্ন অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে এবং পরবর্তীতে উল্লিখিত আসামীরা ভিকটিম এর ছেলে মোঃ তারেক রহমান (১৫) মেসেঞ্জারে ভিডিওটি পাঠিয়ে এক লক্ষ টাকা দাবি করে, অন্যথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে ভাইরাল করে দেয়ার হুমকি দেয়।
এমতাবস্থায় ভিকটিম প্রবাসী সুজন মিয়ার স্ত্রী নিরুপায় হয়ে সরিষাবাড়ী থানায় এসে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই সরিষাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামিদের গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে ২০১২ সনের পর্নোগ্রাফি আইনে ৮(১), ৮(২), ৮(৩) ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। যার মামলা নং-১৩, তারিখ- ২৩/১২/২৩ইং।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার (ভারপ্রাপ্ত) ওসি মোঃ মুশফিকুর রহমান বলেন, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফির মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। মামলাটি তদন্তাধীন ও পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
বিষয়: #গ্রেফতার #পর্নোগ্রাফি #মামলা #সরিষাবাড়ী