রবিবার ● ২৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » মহানগর বিএনপির সম্পাদক ও জেলা যুবদল সভাপতি গ্রেপ্তার
মহানগর বিএনপির সম্পাদক ও জেলা যুবদল সভাপতি গ্রেপ্তার
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি এড. মুমিনুল ইসলাম মুমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে নগরীর লালদিঘিরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশের একটি দল।
বিএনপিসূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বিকেলে লিফলেট বিতরণ করছিলেন এমদাদ হোসেন চৌধুরী, এডভোকেল মমিনুল ইসলামসহ বিএনপির সিনিয়র নেতারা। এসময় সাদা পোশাকে থাকা পুলিশের একটি দল এমদাদ ও মুমিনসহ ৪/৫ জনকে আটক করে নিয়ে যায়।
এমদাদ হোসেন চৌধুরী ও এড. মুমিনুল ইসলাম মুমিনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন।
ওসি কোতোয়ালী জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে নাশকতা, অগ্নি সংযোগ, সরকারি কাজে বাধা প্রদান, বিস্ফোরক সহ সহিংসতার ঘটনার একাধিক মামলা রয়েছে। এরমধ্যে আসামী এমদাদ হোসেন চৌধুরী ৪ টি মামলার এজাহারনামীয় আসামি এবং মমিনুল ইসলাম ১ টি মামলার আসামি।
দুজনকে আদালতে তোলা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন ওসি।
এদিকে দুই নেতাকে গ্রেপ্তারের ঘটনায় তাৎক্ষণিক মশাল মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। শনিবার সন্ধ্যায় নগরীর সুবিদ বাজার থেকে দর্শন দেউড়ি পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে সড়কে আগুন ধরিয়ে দেয় তারা। এরপর পুলিশের উপস্থিতি টের পেয়ে সরে পড়েন নেতাকর্মীরা।
বিষয়: #নির্বাচন ২০২৪