মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বিশ্ব » যে শর্তের বিনিময়ে ৭০ জিম্মিকে ছাড়বে হামাস
যে শর্তের বিনিময়ে ৭০ জিম্মিকে ছাড়বে হামাস
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, পাঁচদিনের টানা যুদ্ধ বিরতি দিলে গাজায় আটকে রাখা ৭০ নারী ও শিশুকে ছেড়ে দিতে প্রস্তুত।
হামাসের সামরিক শাখা আল কাসাম বিগ্রেডের পক্ষ থেকে সোমবার (১৩ নভেম্বর) এ কথা জানানো হয়। হামাসের টেলিগ্রাম চ্যানেলে আল কাসাম বিগ্রেডের মুখপাত্র আবু উবায়দার বক্তব্যের একটি অডিও ক্লিপ প্রকাশ হয়েছে। সেখানে তিনি বলেন, ‘পূর্ণমাত্রার যুদ্ধ বিরতি দিতে হবে ও যুদ্ধ বিরতির সময় গাজার সবখানে ত্রাণসহ মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ থাকতে হবে।’
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর সেখানকার ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ৪০ শতাংশই শিশু।
গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস।
এর জবাবে ওই দিন থেকে গাজায় লাগাতার হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
বিষয়: # #হামাস