শনিবার ● ২৩ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » সিলেট » ১৫ বছর কোন বিশৃঙ্খলা,সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টি করিনি কাউকে করতে দেইনি,,,এমপি রতন
১৫ বছর কোন বিশৃঙ্খলা,সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টি করিনি কাউকে করতে দেইনি,,,এমপি রতন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ১ আসনে আওয়ামীলীগের নৌকার প্রার্থীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মাঠে প্রচার প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন কেটলি প্রতীক নিয়ে।
তিনি সহতার নেতাকর্মীরা সুনামগঞ্জ-১( তাহিরপুর,জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা)আসনের প্রতিটি গ্রামে প্রচার প্রচারণা চালাচ্ছেন। প্রতিদিন নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামের গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন।
প্রচার প্রচারণা মোয়াজ্জেম হোসেন রতন(কেটলি প্রতীক)বলেন,আমি এলাকার ১৫ বছর এলাকার উন্নয়ন করেছি, কোন বিবেদ,বিশৃঙ্খলা,চাঁদাবাজি, রাহাজানি সন্ত্রাসী নৈরাজ্যের সৃষ্টি করি নি কাউকে করতে দেই নি। এলাকার উন্নয়ন করেছি শেখ হাসিনা নেতৃত্বে। তাই আ,লীগের নেতা কর্মী,সমর্থকসহ সর্ব মহলে আমার জনপ্রিয়তা রয়েছে তার প্রমান হবে ৭ জানুয়ারি ভোটের দিন।
নেতাকর্মী ও সমর্থক এবং ভোটাদের উদ্দেশ্য বলেন,আপনার কোনো ভয় পাবেন না। আমি আগেও ছিলাম এখনও আছি আর ভবিষ্যতেও থাকব। কেউ যদি আপনাদের দিকে আঙুল তুলে সেই আঙুল থাকবে না কেউ যদি ফুলের টুকা দেয় আমি তীর ছোরব।
তিনি চতুর্থ বারের মত আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে ব্যাপক প্রচার প্রচারণায় ব্যস্থ সময় পার করছে। প্রতীক বরাদ্দের পর থেকে তাদের সঙ্গে আড়ালে থাকা দলের পদবীধারী অসংখ্য নেতাকর্মীরা প্রকাশ্যে নির্বাচনী মাঠে কাজ করায় প্রচার প্রচারণা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই স্বতন্ত্র প্রার্থী।
বিষয়: #নির্বাচন ২০২৪