শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
শনিবার ● ২৩ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » জীবনযাপন » শীতে ঘরের গাছের যত্ন নিবেন যেভাবে
প্রথম পাতা » জীবনযাপন » শীতে ঘরের গাছের যত্ন নিবেন যেভাবে
৬৩ বার পঠিত
শনিবার ● ২৩ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শীতে ঘরের গাছের যত্ন নিবেন যেভাবে

শীতে ঘরের গাছের যত্ন নিবেন যেভাবেশীতকাল এলেই গাছপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। শীতে অকালেই মরে যায় অনেক গাছ, বেঁচে থাকলেও ঝরে যায় পাতা। এই শীতে কীভাবে ইনডোর প্ল্যান্টের যত্ন নেবেন? সে বিষয় নিয়েই আজকের লেখা।

পর্যাপ্ত সূর্যালোকের ব্যবস্থা

শীতকাল এলেই কমে যায় দিনের আলো। কিছু কিছুদিনে তো সূর্যের দেখা পাওয়াই মুশকিল হয়ে ওঠে। মানুষের শরীর তাতে মানিয়ে নিলেও গাছপালার পক্ষে তা আর সম্ভব হয়ে ওঠে না। পর্যাপ্ত সূর্যালোক না পাওয়া মানে গাছের খাদ্য তৈরির ব্যাঘাত। পর্যাপ্ত খাদ্য তৈরি করতে না পারলে খাবারের অভাবে মৃত্যু! তাই ঘরের ভেতরে থাকা গাছগুলোকে জানালার যত কাছাকাছি নেওয়া সম্ভব, নিয়ে যান। এতে করে গাছ পর্যাপ্ত সূর্যের আলো পাবে। প্রতিদিন একটু করে গাছের টবগুলো ঘুরিয়ে দিন। এতে গাছের প্রতিটি প্রান্ত নিয়মিত রোদের স্পর্শ পাবে। প্রয়োজনে ঘরের ভেতরের গাছগুলোকে ছাদ বা বারান্দা থেকে ঘুরিয়ে আনুন, অবশ্যই যখন রোদ থাকে, তখন।

তাপমাত্রার ওঠানামা নজরে রাখুন

দিনের তুলনায় রাতের তাপমাত্রা বেশ দ্রুত কমে যায়। তাপমাত্রার এই হঠাৎ পরিবর্তন যেকোনো উদ্ভিদের জন্যই ক্ষতিকর। সম্ভব হলে রাতে গাছপালা বারান্দায় না রেখে ঘরের ভেতরে নিয়ে আসুন। এতে করে তাপমাত্রার হঠাৎ পরিবর্তন হলেও গাছের ওপর তা প্রভাব ফেলবে না।

পানি দেওয়ার ব্যাপারে সতর্ক থাকুন

শীতকালে সূর্যের আলো শুধু গাছের খাদ্য তৈরিতেই ব্যাঘাত ঘটায় না, গাছের পানি শোষণের ক্ষমতাও কমিয়ে দেয়। সূর্যের আলো পর্যাপ্ত না পাওয়ার কারণে পানি শোষণ অনেকাংশেই কমে যায়। তাই গাছে পানি দেওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। মাটি ভেজা কি না পরীক্ষা করে দেখুন। যদি যথেষ্ট পানি না থাকে, তবেই পানি দিন। কেননা, পানিতে গাছের মূল ভিজে থাকার কারণে অনেক সময় সেটিতে পচন ধরতে পারে।

নিয়মিত গাছের পাতা ছাঁটুন

শীতকাল গাছের পাতা ঝরে পড়ার মৌসুম। ঘরের ভেতর বেড়ে ওঠা গাছগুলোও এর বাইরে নয়। প্রতিদিন সকালে উঠলেই মৃত ডালপালা কিংবা পাতার দেখা মিলবে। যত দ্রুত সম্ভব গাছ থেকে মৃত ডালপালা ও পাতা সরিয়ে ছেঁটে ফেলুন। নিয়মিত গাছের ডালপালা ছেঁটে ফেললে গাছের বৃদ্ধিও বাড়ে।

শীতে গাছগুলো একত্রে রাখুন

গ্রীষ্মে কিংবা বসন্তে গাছগুলোকে একে অপরের থেকে দূরত্বে রাখা হয়, যাতে প্রতিটি গাছ পর্যাপ্ত সূর্যালোক পায়। এ ছাড়া এক জায়গায় অনেক গাছ থাকলে প্রস্বেদনের কারণে সেই জায়গার তাপমাত্রাও খানিকটা বৃদ্ধি পায়। বছরের বাকি সময় গাছের জন্য ক্ষতিকর হলেও শীতকালে গাছগুলোকে একত্রে রাখলে বেশ উপকার পাওয়া সম্ভব।



বিষয়: #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)