শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

Somoy Channel
শনিবার ● ২৩ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জ ১আসনঃ সংসদ নির্বাচনে ভোটের মাঠে সতর্কবার্তা তরুনদের
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জ ১আসনঃ সংসদ নির্বাচনে ভোটের মাঠে সতর্কবার্তা তরুনদের
৭৮ বার পঠিত
শনিবার ● ২৩ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জ ১আসনঃ সংসদ নির্বাচনে ভোটের মাঠে সতর্কবার্তা তরুনদের

সুনামগঞ্জ ১আসনঃ সংসদ নির্বাচনে ভোটের মাঠে সতর্কবার্তা তরুনদেরসুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ১আসনে(তাহিরপুর,জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা)নির্বাচনী আসনে সতর্কবার্তা দিচ্ছে নতুন ভোটার বা তরুন সমাজ। তারা আলিঙ্গন করে নিচ্ছে নতুন তারুণ্য নির্ভর সৎ যোগ্য নেতৃত্বকে। এবার নির্বাচন টা আওয়ামিলীগ বনাম আওয়ামিলীগ স্বতন্ত্র তাই দলের চেয়ে ব্যক্তির গুনাগুন গুরুত্বপূর্ণ তরুন ভোটারদের কাছে।

তাই এবার নির্বাচনে ১৮ থেকে ২৫ বছরের তরুন ভোটারেই হতে পারে প্রার্থী নির্বাচনে মুলফ্যাক্টর তাই তাদের দিকে প্রার্থীদের নজর একটু বেশী। আর তাদের ভোট নিজেদের বাক্সে ফেলতে সর্বোচ্চ চেষ্টাও করছে বিশেষ গুরুত্ব দিয়ে আওয়ামিলীগের নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা।

এই আসনের বেশির ভাগ হাওর বেষ্টিত উপজেলা। প্রত্যান্ত গ্রামের সাথে উপজেলা সারা বছরেই থাকে যোগাযোগ বিচ্ছিন্ন। ফলে দূর্ভোগের শেষ নেই ঐ সব উপজেলা ও গ্রামের বাসিন্দাদের। এই দুর্ভোগ থেকে মুক্তি চায় তারা।

রাজনৈতিক বিশ্লেষকগন বলছেন,বিএনপি ভোটে নেই তাই বিএনপির ভোটারগন নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যাবে না। আর বাকীরা সবাই নিজের ভাল মন্দ বুঝে আর অনেক সচেতন। আর যারা আওয়ামীলীগ করে তার ভোট দিতে যাবে তারাও ভাল মন্দ বিবেচনা করবে এবার নির্বাচনে। নেতার উপর ভরসা করবে না। যে প্রার্থীকে মনে করবে তাদের কল্যানে কাজ করবে তাদের চিহ্নিত করে আগামী ৭ই জানুয়ারী ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন।
এদের মধ্যে তরুন ভোটার(১৮-২৫) ও বয়স্ক নারী ও পুরুষের(৪০-৬০) সংখ্যা বেশি।
আর ২৫থেকে ৪০ এর মধ্যে যাদের বয়স তারা বিভিন্ন কারনেই দলের সাথে ও ব্যক্তির(স্বতন্ত্র প্রার্থী)সাথে ঘনিষ্ঠ তারা তাদের পক্ষে কাজ করছে ভোট ও দিবে।
আর দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের নিজস্ব বলয় রয়েছে। সব মিলিয়ে যোগ্য সৎ জনপ্রিয় প্রার্থীকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার কথা ভাবছেন ভোটারগন।
এছাড়াও দুর্নীতি,মামলাবাজী,চাঁদাবাজ, ওয়ানবডি নেতা,অনুপ্রবশকারীদের দৌরাত্ম্য ও সুবিধাবাদিদের বিরুদ্ধে সোচ্চার নতুন ভোটার,নেতাকর্মী ও সমর্থকরা তার নির্বাচনকে সামনে রেখে নতুন করে সৎ যোগ্য জনপ্রিয় প্রার্থীর পক্ষে নির্বাচিত করতে জেগে উঠেছে তারাও।

ভোটাদের সাথে কথা বলে জানাযায়,কোন কোন ভোটার এলাকার সামগ্রিক উন্নয়নের কথা ভাবলেও অনেকেই বলছেন তাদের অর্থনৈতিক, কর্মসংস্থান,চিকিৎসা,শিক্ষা,যোগাযোগ ও নাগরিক অধিকারের কথা। যারা হাওরাঞ্চলের মানুষের সামাজিক,যোগাযোগ,শিক্ষা,স্বাস্থ্য নিয়ে কাজ করবেন,দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব,দানবীর, নতুন,বয়সে তরুন,মানবিক আচরণ করছে, কঠোর পরিশ্রম আর উন্নয়ন করবেন এলাকার জন্য সেই প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে জানিয়েছেন তারা।

১৮-২৫ বছরের ভোটারদের সাথে কথা বলে তারা জানাযায়,প্রতিটি শিশুদের শারীরিক মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। যারা নির্বাচিত হবেন তারা যেন শিশুদের কথা চিন্তা করে সেই পরিবেশ টা তৈরী করে দেন,নতুন যুব সমাজ যেন বিদেশ মুখি না হতে হয়,দেশেই যেন কাজ করতে পারে আর বেকার না থাকে তার জন্য যুবকদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করবেন,তথ্য ও প্রযুক্তি বিকাশে কাজ করবেন দানশীল,সৎ,তরুন তাকেই আমরা নির্বাচিত করতে চাই।
সুনামগঞ্জ জেলা নির্বাচন কমিশন কার্য্যালয় সুত্রে জানাযায়,জেলার ১২টি উপজেলার মোট ভোটার সংখ্যা ১৬৪৭৫৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮২৩২৬২ ও নারী ভোটার ৮২৪৩০৪জন। ভোট কেন্দ্র ৬৮৬ ও কক্ষ ৩২৯১টি।
এর মধ্যে সুনামগঞ্জ ১আসনে(তাহিরপুর, জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) ৩৯৯৫১২ এর মধ্যে পুরুষ ১৯৯৭৯১ ও মহিলা ১৯৯৭২১ জন। ভোট কেন্দ্র ১৫০টি। তাহিরপুরে ভোটার ১৩০৪৬৩ এর মধ্যে পুরুষ ৬৫৫২২ ও নারী ৬৪৯৬১জন,ধর্মপাশা ও মধ্যনগর ভোটার ১৫৬৪৭৭ এর মধ্যে পুরুষ ৭৭৮৪৫ ও নারী ৭৮৬৩২ ও জামালগঞ্জে ১১২৫৭২ভোটার এর মধ্যে পুরুষ ৫৬৪২৪ ও নারী ৫৬১৪৮ জন।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)