শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
সোমবার ● ৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন
৮০ বার পঠিত
সোমবার ● ৬ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনবিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন রবিবার (৫ নভেম্বর) সিলেটে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, ভাঙচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের সৃষ্টি করেছে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার সকাল ৯টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের খালেরমুখ এলাকায় গাছ ফেলে অবরোধ করে ছাত্রদল নেতাকর্মীরা। এসময় তারা খাদ্যসামগ্রী বোঝাই করা একটি পিকআপ ভাঙচুর করে আগুন দেয়। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন দিনার ও মহানগরের সাধারণ সম্পাক ফজলে রাব্বি আহসান।

খবর পেয়ে পুলিশ গিয়ে অবরোধকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করে।

সকাল ১০টায় সিলেট নগরীর শাহজালাল ব্রিজের উপর দিয়ে চলাচলকারী ২-৩টি ট্রাক ভাঙচুর করে যুবদল নেতাকর্মীরা।

সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজারে স্থানীয় বিএনপি ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অবস্থান নেন। তারা রাস্তায় ইট ফেলে অবরোধ করেন। এতে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল। পরে পুলিশ গিয়ে তাদেরকে ধাওয়া করে সড়ক থেকে সরিয়ে দেয়।

বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের মিরাবাজারে অবরোধ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাটসহ বেশ কয়েকজন নেতাকর্মী এই অবরোধে অংশ নেন। পরে পুলিশ গিয়ে তাদেরকে ধাওয়া করে সরিয়ে দেয়।

এদিকে, গত ২৪ ঘন্টায় সিলেটে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে দাবি করছে দলটির জেলা শাখা। এদের মধ্যে রয়েছেন- সিলেট মহানগরীর ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার, জেলা বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী, ছাত্রদল নেতা আবদুস সালাম টিপু, জেলা ছাত্রদলের সহসভাপতি এনামুল কবীর সোহেল, ১০নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক সোহেল আহমদ, জালালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা সেকুল আহমদ ও মহানগর ছাত্রদল নেতা জয়নাল আবেদীন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখে (পিপিএম) রবিবার সন্ধ্যায় সিলেটভিউ-কে বলেন- মহানগর এলাকায় দুই পিকেটারকে আটক করেছে পুলিশ। বাকিদের খবর জানি না।

তিনি বলেন- যারাই নাশকতার চেষ্টা করবে তাদেরই আইনের আওতায় নিয়ে আসা হবে।

অন্যদিকে, দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন সকাল থেকেই সিলেটে যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক ছিলো। ছেড়ে যায় বিভিন্ন দূরপাল্লার বাস। চলাচল করে সিএনজি অটোরিকশা, নিত্যপণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি। এছাড়া বিকেল থেকে খুলতে শুরু করে মহানগরের দোকানপাট ও বিপনীবিতানগুলো।

সিলেটভিউ



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)