বুধবার ● ২০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » জনগণ জাতীয় পার্টির প্রার্থীকে সংসদে পাঠাবে : সেলিম উদ্দিন
জনগণ জাতীয় পার্টির প্রার্থীকে সংসদে পাঠাবে : সেলিম উদ্দিন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক বিরোধী দলীয় হুইপ ও সাবেক এমপি সেলিম উদ্দিন বলেছেন,’দীর্ঘ ২১ বছর পর জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গল পেয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার মানুষ উচ্ছসিত। মানুষ পরিবর্তন চায়। তাই এ পরিবর্তনের হাওয়ায় এবার জাতীয় পার্টি বিপুল ভোটে জয়লাভ করবে।’
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর মোকামবাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন- ‘গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলাবাসী দীর্ঘদিন থেকে কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত। রাস্তাঘাটের অবস্থা বেহাল। আমি নির্বাচিত হলে প্রথমে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার প্রতিটি রাস্তাঘাট মেরামত করে যোগাযোগ ব্যবস্থা উন্নত করব।’
গনসংযোগে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি হুমাইয়ুন আহমদ, সাবেক সিনিয়র সহসভাপতি মজির উদ্দিন চাকলাদার, সাবেক অর্থ সম্পাদক আনিছুজ্জামান পাপপু, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এস এ মালেক, যুগ্ম সম্পাদক নুরুল আম্বিয়া, ইরাজ আলী, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন হীরা প্রমুখ।
এর আগে ভাদেশ্বর মোকামবাজারে জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন করা হয়।
বিষয়: #নির্বাচন ২০২৪