মঙ্গলবার ● ১৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জে নির্বাচন থেকে পিছু হটলেন ব্যারিস্টার ইমন
সুনামগঞ্জে নির্বাচন থেকে পিছু হটলেন ব্যারিস্টার ইমন
লটারি করে প্রতীক নিয়েও নির্বাচন থেকে পিছু হটলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন।
তিনি গতকাল সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসারের কাছ থেকে সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লটারির মাধ্যমে ঈগল প্রতীক বরাদ্দ নেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাদিককে সমর্থন দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নৌকা প্রতীকের জয় নিশ্চিত করার জন্য তিনি প্রার্থী হিসেবে মাঠে থাকবেন না। নৌকার কর্মী হিসেবে কাজ করে নৌকার বিজয়ে ভূমিকা রাখবেন।
এসময় জেলা আওয়ামী লীগের একাংশের নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।
তবে এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন তিনি। পরে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ১৭ ডিসেম্বরও তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেন নি।
বিষয়: #নির্বাচন ২০২৪