শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
মঙ্গলবার ● ১৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » বিশ্ব » ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার সমস্যা ছিলো না, এখন হবে: পুতিন
প্রথম পাতা » বিশ্ব » ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার সমস্যা ছিলো না, এখন হবে: পুতিন
৮৭ বার পঠিত
মঙ্গলবার ● ১৯ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার সমস্যা ছিলো না, এখন হবে: পুতিন

ডেস্ক রিপোর্ট::রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশবিরোধী সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ায় ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার সমস্যা সৃষ্টি হবে। এ বছরের শুরুতে ন্যাটো জোটে যোগ দেয় ফিনল্যান্ড। এর আগে এই জোটভুক্ত দেশগুলোর রাশিয়ার সঙ্গে যে সীমানা ছিল, ফিনল্যান্ড যোগ দেয়ার মধ্য দিয়ে তা দ্বিগুণ হয়ে যায়।

বার্তা সংস্থা সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিবেশী ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেয়াকে ভালোভাবে দেখছেন না পুতিন। দেশটির সঙ্গে রাশিয়ার ১৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে।
ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার সমস্যা ছিলো না, এখন হবে: পুতিন
গত রোববার পুতিন এক সাক্ষাৎকারে বলেন, পশ্চিমারা ফিনল্যান্ডকে টেনে ন্যাটোতে ঢুকিয়েছে। কিন্তু কেনো? আমাদের কি ফিনল্যান্ডের সঙ্গে কোনো সংঘাত ছিল? তাদের সঙ্গে সীমানা নিয়ে যত সমস্যা ছিল তা গত শতকের মাঝামাঝি সময়েই সমাধান হয়ে গেছে।

তাদের সঙ্গে এতদিন কোনো সমস্যা না থাকলেও এখন সমস্যা হবে বলে উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, কারণ আমরা এখন সেখানে লেনিনগ্রাদ মিলিটারি ডিস্ট্রিক্ট তৈরি করবো। সেখানে সামরিক বাহিনী মোতায়েন করা হবে।

রাশিয়া-ফিনল্যান্ড সীমান্তে এত দিন তেমন কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা ছিল না। ছিল না কোনো কাঁটাতার। আবার সেখানে মোতায়েন করা রুশ নিরাপত্তা বাহিনীর সংখ্যাও ছিল একেবারে কম। তবে ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেয়ায় পুতিন এখন ওই এলাকায় উচ্চ পর্যায়ে সেনা মোতায়েনের কথা বললেন।

রোসিয়া-১ গণমাধ্যমকে দেয়া ওই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন আরও বেশ কিছু ইস্যুতে কথা বলেছেন।

তিনি ইউক্রেন যুদ্ধে জয়ের পর রাশিয়া ন্যাটো দেশগুলোকে আক্রমণ করবে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে দাবি করেছেন তাকে ‘পুরোপুরি অর্থহীন’ বলে আখ্যায়িত করেছেন পুতিন।

তিনি বলেন, রাশিয়ার কোনো কারণই নেই ন্যাটোর সঙ্গে যুদ্ধ করার। তাদের সঙ্গে রাশিয়ার কোনো স্বার্থ, ভূ-রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক কিংবা রাজনৈতিক বিবাদ নেই। ন্যাটোভুক্ত কোনো দেশের সঙ্গে তাই রাশিয়া সম্পর্ক নষ্ট করতে চায় না।



বিষয়: #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)