মঙ্গলবার ● ১৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » বাংলাদেশ » সুনামগঞ্জ ১ আসনে প্রতীক পেয়েই প্রচারণা প্রার্থীরা
সুনামগঞ্জ ১ আসনে প্রতীক পেয়েই প্রচারণা প্রার্থীরা
সুনামগঞ্জ প্রতিনিধি: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ আসনে ৮ জন প্রার্থীকে বিভিন্ন ১৮ ডিসেম্বর সকাল থেকে প্রতীক বরাদ্ধ দেয়ার পাশাপাশি ৫ই জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। প্রতীক দেওয়া পাওয়ার পর থেকে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন প্রার্থীরা।
সোমবার(১৮ডিডেম্বর)সকাল থেকে সুনামগঞ্জ ১ আসনের প্রার্থীদের সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে তাদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর পরেই প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক ও ভোটারদের কাছে প্রার্থীদের নেতাকর্মী ভোট চাইছে। প্রার্থীরা বিশাল মটর সাইকেলের বহর নিয়ে নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন। তাদের সাথে যোগদিচ্ছেন আ,লীগের নেতাকর্মী ও সমর্থকরা।
সুনামগঞ্জ ১ ( তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার (নৌকা),স্বতন্ত্র প্রার্থী বর্তমান সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন (কেটলি),জেলা আওয়ামী লীগের সদস্য সেলিম আহমদ(ঈগল)কে প্রচারণায় দেখা গেলেও বাংলাদেশ কংগ্রেসের নবাব সালেহ আহমদ (ডাব),গণফ্রন্ট’র মোঃ জাহানুর রশিদ (মাছ),জাতীয় পার্টির মোঃ আব্দুল মন্নান তালুকদার (লাঙ্গল),বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র মোঃ হারিছ মিয়া (একতারা) ও তৃণমূল বিএনপির মোঃ আশরাফ আলী (সোনালী আশঁ) প্রতীক পেয়েছেন তাদের কে প্রচারণায় দেখা যায়নি।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানিয়েছেন,জেলার পাঁচটি আসনে ২৯ জন প্রার্থীকে বিভিন্ন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থীদেরকে নির্বাচন আচরণ বিধি মেনে তাদের প্রচারণা চালাতে হবে।
সুনামগঞ্জ জেলা নির্বাচন কমিশন কার্য্যালয় সুত্রে জানাযায়,জেলার ১২টি উপজেলার মোট ভোটার সংখ্যা ১৬৪৭৫৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮২৩২৬২ ও নারী ভোটার ৮২৪৩০৪জন। ভোট কেন্দ্র ৬৮৬ ও কক্ষ ৩২৯১টি।
এর মধ্যে সুনামগঞ্জ ১ আসনে(তাহিরপুর, জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) ৩৯৯৫১২ এর মধ্যে পুরুষ ১৯৯৭৯১ ও মহিলা ১৯৯৭২১ জন। ভোট কেন্দ্র ১৫০টি।
তাহিরপুরে ভোটার ১৩০৪৬৩ এর মধ্যে পুরুষ ৬৫৫২২ ও নারী ৬৪৯৬১ জন,ধর্মপাশা ও মধ্যনগর ভোটার ১৫৬৪৭৭ এর মধ্যে পুরুষ ৭৭৮৪৫ ও নারী ৭৮৬৩২ ও জামালগঞ্জে ১১২৫৭২ভোটার এর মধ্যে পুরুষ ৫৬৪২৪ ও নারী ৫৬১৪৮ জন।
আগামী ৭ই জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করে গত ১৫ই নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। তফশিল অনুযায়ী ৩০শে নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল ১ থেকে ৪ঠা ডিসেম্বর বাছাই, ৬ থেকে ১৫ই ডিসেম্বর আপিল ও শুনানি,১৭ই ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৮ই ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়।
বিষয়: #নির্বাচন ২০২৪