শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
সোমবার ● ১৮ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » সোমবার থেকে সারা দেশে ১৩ হাজার আনসার মোতায়েন
প্রথম পাতা » প্রধান সংবাদ » সোমবার থেকে সারা দেশে ১৩ হাজার আনসার মোতায়েন
৩৯ বার পঠিত
সোমবার ● ১৮ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সোমবার থেকে সারা দেশে ১৩ হাজার আনসার মোতায়েন

সোমবার থেকে সারা দেশে ১৩ হাজার আনসার মোতায়েননির্বাচন উপলক্ষ্যে রেল ও সড়কপথ এবং লঞ্চঘাটে জনসাধারণের যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সারা দেশে ১৩ হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (প্রকল্প প্রশিক্ষণ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি.) মো. জাহিদুল ইসলাম জানান, ১৭ ডিসেম্বর, রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, আগামীকাল সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে আনসার-ভিডিপি নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবে।

সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও লঞ্চঘাট ছাড়া সড়ক ও রেলপথে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সতর্কভাবে দৃষ্টি রাখবে।

সারা দেশে ১৮৫১টি পয়েন্টে মোট ১৩ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থেকে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবেন। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করে যাবেন বলেও নির্দেশনায় জানানো হয়েছে।

উল্লেখ্য, ইসি কর্তৃক ঘোষিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর ২০২৩। মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হয়েছে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল আজ (১৭ ডিসেম্বর)। আগামীকাল (১৮ ডিসেম্বর) রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন। তাই আগামীকাল বিকেল থেকে নির্বাচনি প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। এবং ৭ জানুয়ারি, রবিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)