রবিবার ● ১৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রবাসে বাংলাদেশ » ব্রঙ্কসে বিভিন্ন সংগঠনের বিজয় দিবস পালন।
ব্রঙ্কসে বিভিন্ন সংগঠনের বিজয় দিবস পালন।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়।সংগঠনগুলি হলো মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড,ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড মহান বিজয় দিবস উপলক্ষে শিশুকিশোরদের জন্য চিত্রাঙ্গন প্রতিযোগিতা,উদ্ভোধনী রেলী ও আলোচনা সভার আয়োজন করে।স্ট্রালিং বাংলাবাজারের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী।বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা এম এ সালাম,কাজী রবিউজ্জামান,সিরাজউদ্দীন সোহাগ প্রমূখ।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ধ্যায় এশিয়ান ড্রাইভিং স্কুলের স্মৃতি সৌধের সামনে এক আলোচনা সভার আয়োজন করে।এতে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা,সিরাজউদ্দীন আহমদ সোহাগ,সেলিম রেজা প্রমূখ।সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতৃবৃন্দের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন।
ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহন করে।শিশু কিশোরদের চিত্রাঙ্গন প্রতিযোগীতা,বিশিষ্ট গুনি ব্যক্তিদের সম্মাননা প্রদান,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ উপলক্ষে আল আকসা পার্টী হলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিউনিটি লিডার মোহাম্মদ এন মজুমদার,আব্দুস শহীদ,মঞ্জুর চৌধুরী জগলুল,সামাদ মিয়া জাকারিয়া,শামীম মিঁয়া,জালাল চৌধুরী প্রমূখ।পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
বিষয়: #নির্বাচন ২০২৪