রবিবার ● ১৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোটের মাঠে সেনাবাহিনী রাখতে রাষ্ট্রপতির সম্মতি: ইসি সচিব
ভোটের মাঠে সেনাবাহিনী রাখতে রাষ্ট্রপতির সম্মতি: ইসি সচিব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রবিবার (১৭ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।
জাহাংগীর আলম বলেন, নীতিগতভাবে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। তবে কত দিন সেনাবাহিনী নিয়োজিত থাকবে তা এখনও নির্ধারণ করা হয়নি।
এর আগে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বেলা ১১টার কিছু সময় পর গণভবনে পৌঁছান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
এবার ভোটের আগে ও পরে মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনা সদস্যদের ১৩ দিন মাঠে রাখতে চায় কমিশন। এ নিয়ে ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সশস্ত্রবাহিনী বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়।
সবশেষ একাদশ সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ভোটের আগে-পরে মিলিয়ে ১০ দিন সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়।
এর আগে, নির্বাচনের প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানাতে ৯ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা দেখা করেছিলেন।