রবিবার ● ১৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ৩৭ আসনে সরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ
৩৭ আসনে সরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ
আসন্ন দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচনে ৩৭ আসনে প্রার্থী প্রত্যাহার করে নিচ্ছে আওয়ামী লীগ। রবিবার (১৭ ডিসেম্বর) আওয়ামী লীগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর মধ্যে জাতীয় পার্টিকে (জাপা) ছাড় দেওয়া হয়েছে ২৬ টি, ১৪ দলের শরিকদের ৭টি, ও অন্যান্য দলকে ৪টি আসন ছেড়ে দেওয়া হয়েছে।
আসন ছাড়ের বিষয়ে শনিবার (১৬ ডিসেম্বর) রাত পর্যন্ত জাতীয় পার্টির সঙ্গে পৃথকভাবে চার দফা বৈঠক করে আওয়ামী লীগ। রাতে সবশেষ বৈঠকের পর জানতে চাইলে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ বলেন, দীর্ঘক্ষণ বৈঠক হলেও আসন ছাড় নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। রবিবার এই বিষয়ে চূড়ান্ত সমঝোতা হবে, সকালেই সব জানতে পারবেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বৈঠকের সিদ্ধান্ত অতিদ্রুতই জানতে পারবেন। বিস্তারিত আসছে…
বিষয়: #নির্বাচন ২০২৪