শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

Somoy Channel
শনিবার ● ১৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলা » এক ঘণ্টায় শেষ মেসির ইন্টার মিয়ামি ম্যাচের টিকিট
প্রথম পাতা » খেলা » এক ঘণ্টায় শেষ মেসির ইন্টার মিয়ামি ম্যাচের টিকিট
৫৪ বার পঠিত
শনিবার ● ১৬ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক ঘণ্টায় শেষ মেসির ইন্টার মিয়ামি ম্যাচের টিকিট

এক ঘণ্টায় শেষ মেসির ইন্টার মিয়ামি ম্যাচের টিকিটলিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছিলেন মৌসুমের মাঝপথে। অবশ্য এরপরও দলটিকে অসাধারণ সাফল্য এনে দিয়েছেন তিনি। এবার আর্জেন্টাইন মহাতারকা মিয়ামির হয়ে শুরু করতে চলেছেন নতুন একটি মৌসুম।

এদিকে নতুন মৌসুম শুরুর আগে কন্ডিশনিং ক্যাম্প করবে মিয়ামি। এবারই প্রথম আন্তর্জাতিক সফরেও নামছে ক্লাবটি। তাই মৌসুম শুরুর আগে মেসিরা আসবেন এশিয়ায়, হংকংয়ের বিপক্ষে খেলবেন একটি প্রীতি ম্যাচ। হংকং একাদশ নামে এই দলের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা আগামী ফেব্রুয়রির ৪ তারিখ।

ইতোমধ্যে এই ম্যাচের জন্য টিকিট বিক্রিও শুরু হয়েছে। তবে স্বাভাবিক ভাবে যা হয় এবারও হয়েছে তাই। টিকিট ছাড়ার এক ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে। বেশি দাম দিয়ে হলেও এই ম্যাচের টিকিটের জন্য নিজেদের প্রচন্ড আগ্রহের কথা জানিয়েছে দেশটির ফুটবল সমর্থকরা।

হংকংয়ের বিপক্ষে মেসিদের সেই ম্যাচের একটি টিকিটের দাম প্রায় ১১৩ ডলার যার বাংলাদেশী মুদ্রায় ১২ হাজার টাকার সমান। হংকং স্টেডিয়ামে ম্যাচটি দেখতে পারবেন ৪০ হাজার দর্শক। তবে ইতিমধ্যেই ধারণক্ষমতার সমান টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে।

এদিকে হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে আরও একবার ক্রিস্টিয়ানো রোনালদো-মেসি দ্বৈরথ দেখার সুযোগ পাবে ফুটবল সমর্থকরা। ১ ফেব্রুয়ারী মেসি-রোনালদো মাঠে নামবেন নিজ নিজ ক্লাবের হয়ে রিয়াদ সিজন কাপের একটি ম্যাচে।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)