শনিবার ● ১৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » শিরোনাম » ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ১৭৯
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ১৭৯
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। দীর্ঘদিন পর ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন দেখল দেশ। তবে এসময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭৯ জন।
১৬ ডিসেম্বর, শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৭৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫১ জন। এছাড়া ঢাকার বাইরের ১২৮ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট তিন লাখ ১৮ হাজার ৯৮২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ৪৪৮ জন, আর ঢাকার বাইরের দুই লাখ নয় হাজার ৫৩৪ জন। এছাড়া একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে এক হাজার ৬৭৮ জন। তাদের মধ্যে ৯৬৮ জন ঢাকায় এবং ৭১০ জন ঢাকার বাইরে মারা গেছেন।
বিষয়: #ডেঙ্গু. মৃত্যুশূন্য #হাসপাতাল