শুক্রবার ● ১৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » বিশ্ব » এবার স্কুল-বিশ্ববিদ্যালয় নির্মাণ করবেন ইলন মাস্ক, থাকবে না টিউশন ফি
এবার স্কুল-বিশ্ববিদ্যালয় নির্মাণ করবেন ইলন মাস্ক, থাকবে না টিউশন ফি
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি স্কুল এবং একটি বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা করছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। এই উদ্যোগ সম্পন্ন করার জন্য একটি দাতব্য সংস্থাকে ১০০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন মাস্ক।
এনডিটিভি জানিয়েছে, প্রথমে এই অর্থ দিয়ে একটি প্রাথমিক স্কুল খোলা হবে। পরে পর্যায়ক্রমে হাইস্কুল এবং অবশেষে বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে। স্কুলটিতে প্রাথমিকভাবে ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
জানা গেছে, টিউশন ফি এবং অনুদানের মাধ্যমে স্কুল ও বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করা হবে। এসব শিক্ষার্থীকে স্টেম সাবজেক্টস বা বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা ও গণিত বিষয়ক বিষয়গুলো পড়ানো হবে। প্রয়োজনের ভিত্তিতে দেয়া হবে বৃত্তি।
দ্য ফাউন্ডেশন নামের দাতব্য প্রতিষ্ঠানটি জর্জিয়া-ভিত্তিক সাউদার্ন অ্যাসোসিয়েশন অফ কলেজ এবং স্কুল কমিশনের কাছ থেকে স্বীকৃতি এবং কর মওকুফের জন্য আবেদন করবে।
তবে এই বিষয়ে এখন পর্যন্ত টেসলা প্রধান ইলন মাস্ক বা তার প্রতিনিধিরা কোন মন্তব্য জানায়নি।
মাস্ক অতীতেও একাধিকবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি ২০১২ সালে তার কোম্পানির কর্মচারীদের বাচ্চাদের জন্য অ্যাড অ্যাস্ট্রা নামে একটি ছোট প্রাইভেট স্কুল চালু করেছিলেন। ২০১৫ সালে সেই স্কুল সম্পর্কে তিনি বলেছিলেন, এখানে কোনো গ্রেড নেই এবং তার পরিবর্তে এটি শিক্ষার্থীদের দক্ষতা ও সক্ষমতার ওপর জোর দেয়।
বিষয়: #ইলন #নির্মাণ #বিশ্ববিদ্যালয় #মাস্ক #স্কুল