শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
শনিবার ● ১১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বিনোদন » নিজের ‘ক্রাশ’কে নায়ক হিসেবে পেলেন নায়িকা
প্রথম পাতা » বিনোদন » নিজের ‘ক্রাশ’কে নায়ক হিসেবে পেলেন নায়িকা
৯০ বার পঠিত
শনিবার ● ১১ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিজের ‘ক্রাশ’কে নায়ক হিসেবে পেলেন নায়িকা

নিজের ‘ক্রাশ’কে নায়ক হিসেবে পেলেন নায়িকামুজিব’ সিনেমায় দারুণ সাফল্যের পর ‘নীলচক্র’ নামের একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। যেখানে তার বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী।

সিনেমাটি পরিচালনা করছেন মিঠু খান। চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। শিগগিরই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন শুভ।

এ বিষয়ে শুভ বলেন, ‘নীলচক্রে দর্শকরা সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন। বলতে পারেন, ডার্ক প্যাটার্নের গল্পে যুক্ত হয়েছি। তবে প্যাটার্ন ডার্ক হলেও, সঙ্গে আরও কিছু আছে।’

এদিকে আরিফিন শুভর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারার খবরে দারুণ উচ্ছ্বাসিত মন্দিরা। কারণ এই অভিনেত্রীর ছোটবেলার ‘ক্রাশ’ হচ্ছেন তার পরবর্তী সিনেমার নায়ক।

এ বিষয়ে মন্দিরা বলেন, ‘এ ছবির জন্য যখন আমার সঙ্গে যোগাযোগ করা হয় তখন কাউকে সেভাবে চিনতাম না। পরে গল্প ও চরিত্র জেনে ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে, যখন শুনি আমার বিপরীতে আরিফিন শুভ ভাই আছেন। কারণ, তিনি আমার এক সময়ের ক্রাশ ছিলেন। ছোটবেলা থেকেই তাকে ভালো লাগত। সেই ক্রাশের সঙ্গে এবার কাজ করতে যাচ্ছি। সত্যিই অন্যরকম ভালো লাগা কাজ করছে।’

এর আগে শরিফুল রাজের সঙ্গে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ ছবিতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। যা এখন মুক্তির অপেক্ষায়। সম্প্রতি সিনেমাটির প্রচারে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখতে হাজির হয়েছিল পরিচালকসহ অভিনেতা-অভিনেত্রীরা।

ইতোমধ্যেই ‘নীলচক্র’র ঘোষণা পোস্টার প্রকাশিত হয়েছে। যেখানে রক্তের সঙ্গে প্রযুক্তির এক মিশেল দেখা যাচ্ছে। ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত এ ছবি আরিফিন শুভর এবং মন্দিরা চক্রবর্তী ছাড়াও থাকছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)