বুধবার ● ১৩ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » সেনবাগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ
সেনবাগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ
মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে স্বতন্ত্র ও আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।মঙ্গলবার বিকেলে নোয়াখালী জেলা রির্টানিং অফিসার দেওয়ান মাহবুবুর রহমানের নিকট নৌকা মার্কার প্রার্থী মোরশেদ আলম স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিককে প্রতিক বরাদ্দের আগেই সেনবাগ উপজেলায় প্রকাশ্যে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে ভোট প্রার্থনা এবং এছাড়াও সরকারি গাড়ী ব্যবহার করে সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা করার লিখিত অভিযোগ করেছেন।অপরেিদক সোমবার স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক জেলা রির্টানিং অফিসারের নিকট লিখিত অভিযোগ করে জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোরশেদ আলমকে নৌকা মার্কায় ভোট দিতে সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন দুলু সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৪৯২ জন সুবিধাভোগীর কার্ড জব্দ করে।এইমর্মে মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
বিষয়: #নির্বাচন ২০২৪