শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
বুধবার ● ১৩ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজধানী » ঘাতক ট্রাক, ডিউটি শেষে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার
প্রথম পাতা » রাজধানী » ঘাতক ট্রাক, ডিউটি শেষে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার
৬৯ বার পঠিত
বুধবার ● ১৩ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘাতক ট্রাক, ডিউটি শেষে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

ঘাতক ট্রাক, ডিউটি শেষে ফেরা হলো না পুলিশ কর্মকর্তাররাজধানীর কদমতলী রায়েরবাগ এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গেন্ডারিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল বাতেন (৫০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ট্রাফিক পুলিশ সদস্য নাসরুল তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে রাত ৯টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন হাসপাতালে এসে তাকে শনাক্ত করেন।

তিনি বলেন, বাতেন আমাদের থানায় সহকারী উপপরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন। ডিউটি শেষ করে তার বাসায় মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন।

উদ্ধারকারী ট্রাফিক পুলিশ সদস্য নাসরুল বলেন, রায়েরবাগ বাস স্টেশন আউট গোয়িং পথে কোনও গাড়ির ধাক্কায় আহত হয়ে পড়ে ছিলেন। শুনেছি একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। সংবাদ শুনে নিহতের বাবা আব্দুল হাই ও স্ত্রী ঝর্ণা বেগম হাসপাতালে ছুটে আসেন।

নিহতের পরিচয় জানা যায়, তিনি নরসিংদী বেলাবো আউয়ালীকান্দি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। বর্তমানে সাইনবোর্ড এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি এক ছেলে, দুই মেয়ের জনক। চার ভাই, চার বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।



বিষয়: #  #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)