মঙ্গলবার ● ১২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » গুলিস্তানে আরেক বাসে আগুন
গুলিস্তানে আরেক বাসে আগুন
বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টা ১৮ মিনিটে বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। কে বা কারা আগুন দিয়েছে তা জানাতে পারেননি তিনি।
খবর পাওয়ার পর ১২টা ২৫ মিনিটে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ছুটে গিয়ে ১২টা ৩৮ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে সকাল ১০টার দিক গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাস দুর্বৃত্তের আগুনে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
বিষয়: #নির্বাচন ২০২৪