সোমবার ● ১১ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ভিডিও সংবাদ » অতিরিক্ত দামে পেয়াজ বিক্রি, ৪ দোকানিকে জরিমানা
অতিরিক্ত দামে পেয়াজ বিক্রি, ৪ দোকানিকে জরিমানা
ভারতের রপ্তানি বন্ধের খবরে হবিগঞ্জের পেঁয়াজের বাজারে উত্তাপ ছড়িয়েছে। মাত্র দু’দিন আগেও যে পেয়াজের কেজি ছিল ৯০ থেকে ১০০ টাকা সেই পেয়াজের মূল্য এখন ডাবল সেঞ্চুরি হাকিয়েছে। এরই প্রেক্ষিতে পেয়াজের বাজার স্থিতিশীল রাখতে এক সিদ্ধান্ত নিয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসন।
জেলায় খুচরা পর্যায়ে এক কেজির বেশি পেঁয়াজ বিক্রি নিষেধ করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় জেলা প্রশাসক দেবী চন্দসহ হবিগঞ্জের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতি কেজি পেয়াজ ১২৫ টাকায় বিক্রি করা হবে বলে জানানো হয়।
এদিকে, (সোমবার ১১ ডিসেম্বর) দুপুরে শহরের চৌধুরী বাজার ও শায়েস্তানগর এলাকায় পেয়াজের বাজারে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা। অভিযানকালে পেয়াজের মূল্য বেশি রাখায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে শহরের শায়েস্তানগর এলাকার সাদিয়া স্টোরের মালিককে ২ হাজার, মেসার্স দীপা স্টোরকে ২ হাজার, একই এলাকার শ্রী দূর্গা স্টোরকে ২ হাজার ও চৌধুরী বাজার এলাকার জনি স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা জানান পেয়াজের বাজার যাতে করে নিয়ন্ত্রনে থাকে সেই লক্ষ্যে জনস্বার্থে এই অভিযান চালানো হয়েছে। অভিযানকালে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানার পাশাপাশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, এমন অভিযান চলমান থাকবে। সিলেটভিউ২৪
Please Stay Connected…অনুগ্রহ করে সংযুক্ত থাকুন…
বিষয়: #অতিরিক্ত #জরিমানা #দাম #পেয়াজ #বিক্রি