শনিবার ● ৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » কবিতা » “বখাটে ছেলে”
“বখাটে ছেলে”
কলমে-নূরুন্নাহার
তারিখ-০৯-১২-২০২২
বড় লোকের বখাটে ছেলে
কি তার মুখের ভাষণ,
জন্মের পর কেউ কোনদিন
দেয়নি সঠিক শাসন।
মদ জুয়াতে মত্ত তুমি
নেশায় থাকো ডুবে,
ভাবোনি কভু হঠাৎ একদিন
যাবে তুমি উবে।
বাঁচো নাচো ফুর্তি করো
তোমার মুখের কথা,
তোমার ন্যায় বড়লোকের কাছে
এটাই এখন প্রথা।
কি আর হবে তোমায় বলে
শিক্ষা মায়ের অভাব,
বাবাকে বলেও লাভ হবেনা
এটা তারই স্বভাব।
বিষয়: #কবিতা #ছেলে #বখাটে