শিরোনাম:
ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

Somoy Channel
শনিবার ● ৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চাকরি » দিশা এনজিও
প্রথম পাতা » চাকরি » দিশা এনজিও
৮২ বার পঠিত
শনিবার ● ৯ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিশা এনজিও

দিশা এনজিওডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (দিশা)-এর ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য বেশ কিছুসংখ্যক পদে বাংলাদেশের যে কোনো অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠপর্যায়ে সদস্য নির্বাচন করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ, আদায় ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে।
জোনাল ম্যানেজার (পিএম) পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষানবিশকালে বেতন ৫০,০০০/-। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- ¯œাতকোত্তরসহ সংশ্লিষ্ট পদে ন্যূনতম ২ বছরসহ ৭ বছর চাকরির অভিজ্ঞতা। বয়স- ৪৫ বছর।
এরিয়া ম্যানেজার (এসপিও) পদে ১৫ জন নেওয়া হবে। বেতন- শিক্ষানবিশকালে ৪২,০০০/-। শাখা ব্যবস্থাপক (পিও)- ৪০ জন। শিক্ষানবিশকালে বেতন-৩৪,০০০/-। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- স্নাতক/স্নাতকোত্তরসহ সংশ্লিষ্ট পদে ২ বছরের অভিজ্ঞতা। বয়স- ৪০ বছর।
সহকারী শাখা ব্যবস্থাপক-কাম-হিসাবরক্ষক (এসসিও) পদের জন্য ১০০ জন। শিক্ষানবিশকালে বেতন- ২৪,০০০/-। বাণিজ্যে স্নাতকোত্তর। সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সিনিয়র ক্রেডিট অফিসার- গ্রেড- ০৩, ক্রেডিট অফিসার- গ্রেড- ০১ এবং ক্রেডিট অফিসার- গ্রেড-০২- এই তিনটি পদে মোট ৩০০ জন নেওয়া হবে। প্রশিক্ষণকালে বেতন যথাক্রমে ১৯,০০০/-; ১৮,০০০/- এবং ১৭,০০০/-। শিক্ষাগত যোগ্যতা যথাক্রমে- স্নাতকোত্তর, স্নাতক (সম্মান), স্নাতক/সমমান। বয়স ২৪-৩৫।
স্থায়ীকরণের পর রয়েছে গ্র্যাচ্যুইটি, চিকিৎসা ও বীমা সুবিধা, উৎসব ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা। জামানত প্রযোজ্য।
আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) ও মোবাইল নাম্বারসহ দরখাস্ত জমা দিতে হবে- পরিচালক (মানব সম্পদ ও প্রশাসন) দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগারো, ঢাকা-১২১৬। এই ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে।
বিস্তারিত জানুন :ww w.disabd.org
আবেদনের শেষ তারিখ : ২৪ ডিসেম্বর- ২০২৩।



বিষয়: #


আর্কাইভ