শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
শনিবার ● ৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলা » প্রথম দিনেই চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
প্রথম পাতা » খেলা » প্রথম দিনেই চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
৬২ বার পঠিত
শনিবার ● ৯ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রথম দিনেই চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

প্রথম দিনেই চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশমিরপুর টেস্টের প্রথম দিনে ১৭২ রানের পুঁজি নিয়ে ফিল্ডিংয়ে নেমে মাত্র ৫৫ রানে নিউজিল্যান্ডের ৫ ব্যাটারকে সাজঘরে ফেরায় স্বাগতিক বাংলাদেশ। তবে তৃতীয় দিনে গ্লেন ফিলিপসের অনবদ্য ব্যাটিংয়ে উল্টো ৮ রানের লিড পায় টাইগাররা। ৮ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ পায় টাইগাররা।

তবে হোম অব ক্রিকেটে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে দিনের শুরুতেই বাংলাদেশের ৫ ব্যাটারকে তুলে নিয়েছেন কিউই বোলাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেটে ৯৮ রান নিয়ে ব্যাট করছে বাংলাদেশ। ৪৮ রান নিয়ে ক্রিজে রয়েছেন জাকির। তাকে সঙ্গ দিতে মাঠে নেমেছেন নাইম (৮)।

এর আগে ২ উইকেটে ৩৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ। জাকির ১৬ ও মুমিনুল শূন্য রানে ক্রিজে নেমেছিলেন। জাকির আক্রমণ শুরু করেন দ্বিতীয় ওভার থেকেই। মুমিনুল তখন হাত খুলতে শুরু করেন কেবল। ১০ রান করার পর অ্যাজাজ প্যাটেলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে।

এরপর মুশফিকুর রহিমও বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ৯ রানে মিচেল স্যান্টনারের বলে ড্যারেল মিচেলকে ক্যাচ দেন তিনি। শাহাদাত হোসেন দিপু আগের ইনিংসে একমাত্র ব্যাটার হিসেবে একশর বেশি বল খেললেও এদিন স্থায়ী হন মাত্র ১১ বল।

প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয় টাইগার বাহিনী। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেছিলন অদ্ভুতভাবে আউট হওয়া মুশি। জবাবে ৮ রানের লিড নিয়ে গুটিয়ে যায় সফরকারী দল। গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৭ রান।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)