বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » সিলেট » নৌকা আমার নয় এই নৌকা বঙ্গবন্ধু হাতে গড়া, শেখ হাসিনার দেয়া উপহার !
নৌকা আমার নয় এই নৌকা বঙ্গবন্ধু হাতে গড়া, শেখ হাসিনার দেয়া উপহার !
জাহাঙ্গীর আলম ভূঁইয়া ,সুনামগঞ্জ প্রতিনিধি: আজকে একজন রাজনৈতিক কর্মী রিক্ত হাতে আপনাদের সামনে হাজির হয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৌকা নিয়ে,নৌকাকে বিজয়ী করতে কাজ করার আহবান জানিয়েছেন সুনামগঞ্জ ১আসনে আ,লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডঃ রনজিত সরকার।
তিনি আরও বলেন,এই নির্বাচন কোনো ব্যক্তির নির্বাচন নয়, এই নৌকা আমি রঞ্জিত সরকারের নৌকা নয় এই নৌকা বঙ্গবন্ধু হাতে গড়া নৌকা,এই নৌকা আ,লীগের নৌকা এই নৌকা জননেত্রী শেখ হাসিনা নৌকা আমি কেবল বাহক হিসেবে নৌকাটি বহন করে আপনাদের কাছে নিয়ে এসেছি।
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আ,লীগের আয়োজনে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন তিনি।
সুনামগঞ্জ ১আসনে আ,লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডঃ রনজিত সরকারের সমর্থনে সভায় তিনি আরও বলেন,গত ২০ বছর ধরে আমি প্রতিদিন প্রতিটি মানুষের পাশা থাকার চেষ্টা করেছি। আমি আমার স্ত্রী সন্তানের কাছে না থেকে সবার পাশে থেকেছি। কাউকে এক কাপ চাও খাওয়াতে পারি নি। কিন্তু কিছু দিনের মধ্যে টাকার ঝনঝনানি শুরু হবে কিন্তু আপনারা এক এক জন রঞ্জিত সরকার কর্মী হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাবেন।
উপজেলা গণমিলনায়তনে উপজেলা আ,লীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্ব
উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি করের সঞ্চালনায়
রঞ্জিত সরকার আরও বলেন,আমার মা বাবা নেই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমার পিতৃতুল্য আপনাদের কাছে আমি আপনাদের সন্তান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে বিশ্বাস করে নৌকা দিয়েছেন তা আপনাদের হাতে দিলাম। আপনারাই এর সম্মান রেখে নির্বাচনে নৌকাকে বিজয়ী করে আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে তুলে দিতে পারি।
সভায় আরও বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাশ,আসাদুজ্জামান সেন্টু,জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুছ ছোবাহান আখঞ্জি,জেলা আওয়ামী লীগের সদস্য ও বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মর্তূজা,যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,এখলাছুর রহমান তারা,দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ,সহ দপ্তর সম্পাদক শাহিন রেজা,উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া,বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আফতাব উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,উপজেলা কৃষকলীগ সভাপতি জিল্লুর রহমান,উপজেলা শ্রমিক লীগ যুগ্ম আহবায়ক মতিউর রহমান,বড়দল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক হাসান মিয়া,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলু মিয়া,বালিজুড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষা মিয়া,তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর তালুকদার,সাধারণ সম্পাদক বাবুল মিয়া প্রমুখ।
বিষয়: #নির্বাচন ২০২৪