বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘জাতীয় পার্টির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে’
‘জাতীয় পার্টির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
বুধবার (৬ ডিসেম্বর) রাতে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে তিনি বলেন, আমরা আলাদা আলাদাভাবে নিজ নিজ জায়গা থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবো।জাতীয় পার্টির নেতারা আশ্বস্ত হয়েছেন এবং তারা লাঙল প্রতীক নিয়ে আসন্ন নির্বাচনে অংশ নেবেন।
আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা আরও জানান, জাতীয় পার্টির সঙ্গে প্রয়োজনে আবারও আলোচনা হবে। তবে আসন্ন নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করতে কোনো ছাড় দেয়া হবে না।
এর আগে জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এই বৈঠক হয়। জাতীয় পার্টির পক্ষে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
গুলশানের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের একাধিক নেতা।
বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম উপস্থিত ছিলেন।
বিষয়: #নির্বাচন ২০২৪