বুধবার ● ৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রযুক্তি » দাম কমলো অপো স্মার্টফোনের
দাম কমলো অপো স্মার্টফোনের
শীতকালীন আবহকে উপভোগ্য করে তুলতে এ৫৮ সিরিজের স্মার্টফোনের দাম কমিয়েছে অপো। অপো এ৫৮ এর মূল্য কমিয়ে আনা হয়েছে ২২,৯৯০ টাকায়। স্মার্টফোনটির পূর্ব মূল্য ছিল ২৩,৯৯০ টাকা।
একটি ৬.৭২-ইঞ্চির এফএইচডি+ সানলাইট ডিসপ্লে সবচেয়ে তপ্ত দিনেও বড়, উজ্জ্বল ও সুন্দর দৃশ্য তোলার নিশ্চয়তা দেয়। গ্রাহকদের মুগ্ধ করার জন্যই এর হাই-কোয়ালিটি ডিসপ্লেটি তৈরি করা হয়েছে।
স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, যেটি ৪০% পর্যন্ত বাড়তি সাউন্ড সুবিধা প্রদান করে। ডিভাইসটির আলট্রা-ক্লিয়ার ৫০ এমপি এআই ক্যামেরা প্রতিটি ছবির ক্ষেত্রেই একটি যথার্থ ডিটেইল তৈরি করে। এর ৫০ এমপি ও ২ এমপি লেন্সের তৈরি ‘ডিএসএলআর-লাইক বোকেহ ব্যাকগ্রাউন্ড’ একেবারে অভিজ্ঞদের মতোই অসাধারণ ছবি তোলে। অপো এ৫৮ এর ‘এআই পোট্রেট রিটাচিং’ ফিচার আপনার অনন্য সৌন্দর্য্যকে আরও উজ্জ্বল করে তোলে।
অপো এ৫৮ এর ৩৩-ওয়াট সুপারভুক চার্জিং সক্ষমতার মাধ্যমে স্মার্টফোনটিকে সহজে ও নিরাপদে চার্জ দেয়া সম্ভব। এটি মাত্র ৫ মিনিটের চার্জেই ৩.৩৯ ঘণ্টার আকর্ষণীয় কল টাইমের সুবিধা প্রদান করে।
একটি পাতলা সিল্ক-স্যাটিন টেক্সচারের কেসে রাখা এ ফোনটিতে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রমের শক্তিশালী সমন্বয়। যা অনন্য দ্রুততার সঙ্গে একটি অসাধারণ পারফরম্যান্স দিতে সক্ষম। ৩ ধাপের বর্ধিত র্যাম ডিভাইসের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে, যা এটিকে বৈচিত্র্যময় কাজের জন্য প্রস্তুত করে।
এছাড়াও স্মার্টফোনটি ‘স্ট্যান্ডবাই’ মোডে থাকলে, এর ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি পুরোপুরি চার্জের পর ৪৪৫* ঘণ্টা পর্যন্ত চার্জ ধরে রাখার নিশ্চয়তা দেয়। এর ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা, কালারওএস ১৩.১, একটি আকর্ষণীয় গ্লোয়িং সিল্ক ডিজাইন, ৩৬-মাসের ফ্লুয়েন্সি প্রটেকশন ও আইপিএক্স৪ ওয়াটার রেজিস্ট্যান্সের মতো ফিচার স্টাইল ও ফাংশনালিটি উপভোগের সুযোগ তৈরি করে দেয়।
নতুন দামের অপো এ৫৮ বাংলাদেশ জুড়ে অপো’র সকল অথোরাইজড স্টোরে পাওয়া যাচ্ছে।
বিষয়: #অপো #কমলো #দাম #স্মার্টফোন