বুধবার ● ৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন » প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে জাহাঙ্গীরের কোনো সম্পর্ক নেই: প্রধানমন্ত্রীর প্রেস উইং
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে জাহাঙ্গীরের কোনো সম্পর্ক নেই: প্রধানমন্ত্রীর প্রেস উইং
নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন মো. জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। তবে তার সঙ্গে প্রধানমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, নোয়াখালীর মো. জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করছেন। তার সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো সম্পর্ক নেই।
৬ ডিসেম্বর, বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মো. জাহাঙ্গীর আলম, পিতা: মৃত রহমত উল্যাহ, রহমত উল্যাহ কেরানী বাড়ি, গ্রাম: নাহারখিল, ইউনিয়ন: খিলপাড়া, উপজেলা: চাটখিল, জেলা: নোয়াখালী- নিজেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন। তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীর থেকে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
বিষয়: #নির্বাচন ২০২৪