বুধবার ● ৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ক্ষমা চেয়েছে ইসরায়েলি বাহিনী
ক্ষমা চেয়েছে ইসরায়েলি বাহিনী
লেবাননে হেজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে গতকাল চালানো হামলায় লেবাননের সেনা নিহত হওয়ার ঘটনায় অনুশোচনা প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।
বুধবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর এ ধরনের ক্ষমা চাওয়ার ঘটনা বেশ বিরল বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ইসরায়েল ও হামাসের মধ্যে গত ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধের পর থেকে লেবানন-ইসরায়েল সীমান্তে গোলাগুলির পরিমাণ বেড়েছে।
ইরান সমর্থিত হেজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলে হামলা চালাচ্ছে বলে দাবি আইডিএফের। এরই পরিপ্রেক্ষিতে লেবাননে হেজবুল্লাহ অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
গতকাল লেবাননের সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী আদায়েস এলাকায় একটি সেনাবাহিনীর অবস্থানে বোমা হামলা চালায়। এতে একজন সেনা শহীদ হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছে।
এ নিয়ে আইডিএফ এক বিবৃতিতে বলেছে, লেবাননের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু ছিল না। এ ঘটনায় আইডিএফ দুঃখিত এবং এর তদন্ত করবে।
বিষয়: #ইসরায়েলি #ক্ষমা #বাহিনী