বুধবার ● ৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজশাহী » লালমনি ট্রেন প্রায় ৪ ঘন্টা বিকল থাকার পর রাণীনগর ষ্টেশন থেকে ছেড়ে গেল
লালমনি ট্রেন প্রায় ৪ ঘন্টা বিকল থাকার পর রাণীনগর ষ্টেশন থেকে ছেড়ে গেল
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগর রেলওয়ে ষ্টেশনে ঢাকাগামী লালমনি এক্্রপ্রেস ট্রেনটি প্রায় ৪ ঘন্টা বিকল হয়ে পড়ে থাকার পর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাণীনগর ষ্টেশন ছেড়ে যায় ট্রেনটি। লালমনিহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্্রপ্রেস ট্রেন মঙ্গলবার সাড়ে ৩ টার দিকে রাণীনগর ষ্টেশন অতিক্রম করার সময় রেলগেটে একটি গরু ট্রেনের নীচে পড়ে। এসময় ট্রেনটি গরুকে টেনে হেসরে নিয়ে যাবার সময় রেলগেটে ট্রেনের একটি বগির ইয়ার পাইপ (হুজ পাইপ )সহ অন্যান্য যত্রাংশ ভেঙ্গে যায়। ফলে বিকল হয়ে পড়ে লালমনি এক্্রপ্রেস ট্রেনটি। এতে চরম বিড়ম্বনায় পড়েন ট্রেনের যাত্রীরা। দীর্ঘ প্রায় ৪ ঘন্টায়েও ট্রেনটির বগি ঠিক না হওয়ায় অবশেষে বাধ্য হয়ে নষ্ট বগি ট্রেনের পিছনে নিয়ে ট্রেনটি রাণীনগর ষ্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
স্থাণীয়রা জানান, বিকেল সাড়ে ৩টা থেকে ট্রেনটি রাণীনগর রেলগেটে প্রায় ১ ঘন্টা বিকল হয়ে পড়ে ছিল।ওই সময় রাণীনগর-আবাদপুকুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে রেলগেটের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যানবাহন চালকসহ যাত্রীরা।
পরে ট্রেনটি পিছনে ব্যাগ দিয়ে রেলগেট ছেড়ে রাণীনগর ট্রেশনে নিলে যানজট নিরসন হয়। রাণীনগর ষ্টেশন মাষ্টার আব্দুল খালেক বলেন, ট্রেনের নীচে গরু পড়ার কারণে একটি বগির হুজপাইপ সহ অন্যান্য যন্ত্রাংশ ভেঙ্গে যায়।এরপর সান্তাহার জংশন থেকে লোক এসে ঠিক না হওয়ায় বাধ্য হয়ে নষ্ট বগিটি ট্রেনের পিছনে নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেনটি রাণীনগর ষ্টেশন ছেড়ে গেছে।
বিষয়: #ট্রেন #রাণীনগর #ষ্টেশন