শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
বুধবার ● ৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ২০ দিন পর মিয়ানমার থেকে পণ্যবাহী ট্রলার টেকনাফে
প্রথম পাতা » প্রধান সংবাদ » ২০ দিন পর মিয়ানমার থেকে পণ্যবাহী ট্রলার টেকনাফে
৪৪ বার পঠিত
বুধবার ● ৬ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২০ দিন পর মিয়ানমার থেকে পণ্যবাহী ট্রলার টেকনাফে

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর (জান্তা) সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষের কারণে ২০ দিন বন্ধ ছিল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাণিজ্য।

২০ দিন পর মিয়ানমার থেকে পণ্যবাহী ট্রলার টেকনাফেমঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে আদা, মাছ, আচার, নারিকেল ও সুপারি ভর্তি চারটি ট্রলার টেকনাফ স্থলবন্দরে পৌঁছেছে। ফলে আবারও শুরু হয়েছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাণিজ্য।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর থেকে মিয়ানমারের রাখাইনের মংডু শহর থেকে টেকনাফ স্থলবন্দরে কোনো পণ্য আসছে না।

একইভাবে টেকনাফ থেকে পণ্য মিয়ানমারে যায়নি। গত ২০ দিনে প্রায় ৬০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার। টেকনাফ স্থলবন্দর দিয়ে সুপারি, আদা, পেঁয়াজ আমদানিকারক করেন ওমর ফারুক। তিনি বলেন, ২৫২ টন সুপারি, ৩০ টন আদা, ৫৫ টন নারকেল ও ১০০ টন মাছ মিয়ানমার থেকে চারটি ট্রলারে করে টেকনাফ স্থলবন্দর জেটিতে এসেছে।

তিনি বলেন, মিয়ানমারে কিনে রাখা শত শত টন আদা, নারকেল, মাছ, সুপারি মিয়ানমারের আকিয়াব বন্দরে রয়েছে। এগুলো আনা যাচ্ছিল না। ফলে অনেক ব্যবসায়ীর আদা পচে গেছে। এতে ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে।

টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী জানান, প্রায় ২০ দিন পর মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে চারটি পণ্যবোঝাই ট্রলার এসেছে। ট্রলারে আদা, মাছ, নারকেল ও সুপারি রয়েছে।



বিষয়: #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)