শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

Somoy Channel
বুধবার ● ৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খুলনা » মেহেরপুরে কলেজ ছাত্রের মৃত্যু
প্রথম পাতা » খুলনা » মেহেরপুরে কলেজ ছাত্রের মৃত্যু
৯৩ বার পঠিত
বুধবার ● ৬ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেহেরপুরে কলেজ ছাত্রের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে ফুটবল খেলতে গিয়ে বলের আঘাতে সপ্নীল হােসেন (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সপ্নীল তেরাইল গ্রামের কাউছার আলীর ছেলে এবং স্থানীয় তেরাইল-জােড়পুকুরিয়া বঙ্গবন্ধু কলেজের দ্বাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র।

মেহেরপুরে কলেজ ছাত্রের মৃত্যু৫ ডিসেম্বর, মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সপ্নীল এদিন বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন। খেলার এক পর্যায়ে ফুটবলের আঘাতে সে মাঠে লুটিয়ে পড়ে গুরুতরভাবে অসুস্থ হয়। এসময় অন্য খেলোয়াড়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন। বলের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।

গাংনী থানা পুলিশের ওসি তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুটবল খেলতে গিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



বিষয়: #  #  #  #


আর্কাইভ