মঙ্গলবার ● ৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » শিরোনাম » জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ কর্মশালা
জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ কর্মশালা
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট: আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের লক্ষে জয়পুরহাট সিভিল সার্জন অফিসের আয়োজনে সাংবাদিকদের সাথে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট সিভিল সার্জন সম্মেলন কে সিভিল সার্জন ডা: আকুল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমওসিএস ডা: জোবায়ের, জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল আলিম, জয়পুরহাট প্রেসকাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
কর্মশালায় জানানো হয়- ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ আই,ইউ) এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লক্ষ আই,ইউ) খাওয়ানো হবে।
এবার জেলায় ৬-১১ মাস বয়সী শিশু রয়েছে ১১ হাজার ৯শ’ ৫২জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশু রয়েছে ১ লক্ষ ২০ হাজার ৮শ’ ৯৯জন। মোট শিশু ১ লক্ষ ৩২ হাজার ৮৫১ জন। জেলায় কেন্দ্র রয়েছে ৮শ’ ২৫টি
বিষয়: #জাতীয় #জয়পুরহাট #ভিটামিন