শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
মঙ্গলবার ● ৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » বাংলাদেশ » আউশকান্দিতে আবারও বিভিন্ন কায়দায় চুরি!
প্রথম পাতা » বাংলাদেশ » আউশকান্দিতে আবারও বিভিন্ন কায়দায় চুরি!
১৪৯ বার পঠিত
মঙ্গলবার ● ৫ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আউশকান্দিতে আবারও বিভিন্ন কায়দায় চুরি!

আউশকান্দিতে আবারও  বিভিন্ন কায়দায় চুরি!নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমেদ জানান, নবীগঞ্জের প্রাণ কেন্দ্র ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দি। এখানে প্রতিদিনই কয়েক হাজার মানুষ বসবাস করে আসছে। এমন কি এশিয়ার বৃহত্তর বিবিয়ানা গ্যাস পাম্প, পাওয়ার প্লান্ড, সুনামধন্য গার্মেস, সুতার খারখানা, এনজিও ব্যাক সহ রুপালী, সোনালী, ডাস বাংলা সহ আরো বিভিন্ন ব্যাংক রয়েছে। সরকারি একটি ও বেসরকারি দুটি হাসপাতাল রয়েছে। শীতকাল আসা মাত্রই চুরেরা তাদের চুরি করতে লাগে। যেমন, বাসা-বাড়িতে ডুকে যা পায় তা আগে খায়। পরে তারা দামী মালামাল ও মোবাইল ফোন সু-কৌশলে নিয়ে যায়। অপর দিকে কিছুদিন পূর্বে বাজার থেকে স্থানীয় এক মেম্বার সহ আরো ৩/৪ জনের মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এমনকি আরো ৬/৮টি দোকান ঘর চুরি হয়েছে। এতেও কোন চুর সনাক্ত করতে পারনি কেউ?
যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চুরদের নাম বলার কারণে এক জনৈক যুবকের বিরুদ্ধে ৮/৯টি চুরি ও ডাকাতি মামলা হয়েছে! জেল হাজতও কয়েকবার কাটতে হয়েছে। এসব ঘটনার মূল গডফাদারা রয়েছে আড়ালে! প্রশাসন এসব জেনেও না জানার বান করে তাদের সাথে সক্ষতা গড়ে তুলে, এমন অভিযোগ শতশত। যা আউশকান্দির ফুলকলি, সাকিল রেস্টুরা, বিরানী হাউক সহ আরো অনেকের সিসি টিভিতে রয়েছে।
হামলা ও মামলার ভয়ে এদের নাম মানুষ বলতে
চায়না। কিন্তু সবাই জানে সে কি। গত সোমবার সন্ধা রাতে আউশকান্দি হীরাগঞ্জ বাজার হয়ে কিবরিয়া রোডস্থ একটি মালিকানা ঘর-বাড়ি রয়েছে। এতে কয়েকটি ভাড়াটিয়া পরিবারও রয়েছে। এতে তাদের একমাত্র সম্ভল টিউবওয়েলটি
ঐ ভাড়াটিয়া মানুষের। একমাত্র সম্ভল একটি।
এখন পানি পান করতে হলে যেতে হয় অন্যের টিউবওয়েল। এতে তাদের নানান সমস্যা হয়। তাদের দুঃখ বুজার যেন মানুষ নাই।



বিষয়: #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)