শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

Somoy Channel
বৃহস্পতিবার ● ৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বিশ্ব » জাপানে জেগে উঠল পৃথিবীর নবীনতম দ্বীপ
প্রথম পাতা » বিশ্ব » জাপানে জেগে উঠল পৃথিবীর নবীনতম দ্বীপ
৮১ বার পঠিত
বৃহস্পতিবার ● ৯ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাপানে জেগে উঠল পৃথিবীর নবীনতম দ্বীপ

জাপানে জেগে উঠল পৃথিবীর নবীনতম দ্বীপজাপানে প্রশান্ত মহাসাগরের দ্বীপ আইও জিমার উপকূলে একটি নতুন দ্বীপের সন্ধান মিলেছে। যেটিকে বিশ্বের নবীনতম দ্বীপ হিসেবে অভিহিত করা হচ্ছে।

সমুদ্রে নিমজ্জিত আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে জাপানের পূর্ব উপকূল সংলগ্ন সাগরে ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জের মধ্যেই নতুন দ্বীপটি তৈরি হয়েছে। সমুদ্রের মাঝখান থেকে দ্বীপটিকে জেগে উঠতে দেখেছেন সংলগ্ন এলাকার বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সমুদ্রের মধ্যে তীব্র শব্দ করে অগ্নুৎপাত হয়। তার পর বালি ছিটকে উপরে উঠতে দেখা যায়। সেভাবেই নতুন দ্বীপ জন্ম নিয়েছে।

সমুদ্রের নিচে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে তৈরি হওয়া এই নতুন দ্বীপের এখনও কোন নাম ঠিক হয়নি বলে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) সিএনএনকে জানিয়েছে।

গত পহেলা নভেম্বর দেশটির মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের তোলা ছবিতে এই দ্বীপ নথিভুক্ত করা হয়েছে। ছবিতে ছোট দ্বীপের ওপরে ছাইয়ের একটি কালো মেঘের মতো আকৃতি দেখা যায়। এখন ওগাসাওয়ারা দ্বীপাঞ্চলের একটি অংশ হয়েছে এই নতুন দ্বীপ।

যে এলাকায় নতুন দ্বীপ আবিষ্কার হয়েছে, সে এলাকাটিতে গত থেকে আগ্নেয়গিরির কার্যকলাপ রেকর্ড করছে জেএমএ। তবে টোকিও বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প গবেষণা ইনস্টিটিউট নিশ্চিত করেছে, ৩০ অক্টোবর দ্বীপ গঠনের অগ্ন্যুৎপাত ঘটেছে।

টোকিও বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সেটসুয়া নাকাদা চলতি সপ্তাহে জাপান টাইমসকে বলেছিলেন, ভূপৃষ্ঠ ভেঙে ওপরে ওঠার আগে ম্যাগমা তৈরি হয়েছিল পানির নিচে।

নতুন এ দ্বীপটি জাপানের মূল ভূখণ্ড থেকে ১ হাজার ২০০ কিলোমিটার দক্ষিণে এবং আইও জিমা দ্বীপ থেকে ১ কিলোমিটার দূরে অবস্থিত।



বিষয়: #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)