শনিবার ● ২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » বাংলাদেশ » জেলা গোয়েন্দা শাখার (ডিবি)র বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ১২ বোতল বিদেশি মদ ও ২৫০ পিস ইয়াবা সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি)র বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ১২ বোতল বিদেশি মদ ও ২৫০ পিস ইয়াবা সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বুলবুল আহমেদ: গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত অনুমান ৮টার সময় এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস
দল মৌলভীবাজার সদর উপজেলার ১ নং খলিলপুর ইউনিয়নের শেরপুর আবাসিক এলাকার লন্ডনী আরজত উল্লাহর কলোনিতে অভিযান পরিচালনা করা হয়। এতে কলোনির ভাড়াটিয়া শামীম মিয়ার ঘর থেকে শামীম মিয়া ও সৈয়দ আব্দুস সামাদদ্বয়কে আটক করা হয়।
আটককৃত দুইজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি বায়ুনিরোধক পলিপ্যাকের ভেতর থেকে ১৭৫ পিস করে মোট ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরবর্তীতে শামীম মিয়ার ঘরে তল্লাশি চালিয়ে ঘরের খাটের নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
এ ব্যবপারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, এঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ শামীম মিয়া (৩৫), পিতা- মৃত আছাব উদ্দিন, সাং-পূর্ব তাজপুর, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট, বর্তমান সাং-শেরপুর আবাসিক এলাকা (লন্ডনী আরজত উল্ল্যার কলোনীর ভাড়াটিয়া), থানা ও জেলা-মৌলভীবাজার। মোঃ সৈয়দ আব্দুস সামাদ (৪৮), পিতা- মৃত সৈয়দ সুলেমান আলী, সাং-পূর্ব তাজপুর, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট।
বিষয়: #থানা #মৌলভীবাজার #সদর