শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
শুক্রবার ● ১ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » যে কারণে শাহজাহান ওমরকে নৌকার মনোনয়ন, জানালেন ওবায়দুল কাদের
প্রথম পাতা » প্রধান সংবাদ » যে কারণে শাহজাহান ওমরকে নৌকার মনোনয়ন, জানালেন ওবায়দুল কাদের
৭৩ বার পঠিত
শুক্রবার ● ১ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যে কারণে শাহজাহান ওমরকে নৌকার মনোনয়ন, জানালেন ওবায়দুল কাদের

যে কারণে শাহজাহান ওমরকে নৌকার মনোনয়ন, জানালেন ওবায়দুল কাদেররাজনৈতিক অঙ্গনে এখন আলোচনায় বিএনপি থেকে বহিষ্কৃত নেতা শাহাজাহান ওমর। কারাগার থেকে মুক্তি পেয়েই তিনি মনোনয়ন নিলেন নৌকার। এবার নৌকার পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হেভিওয়েট নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরকে কৌশলগত কারণে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কেন্দ্রীয় ১৫ জন নেতা ছাড়াও ৩০ জন সাবেক সংসদ সদস্য দ্বাদশ নির্বাচনে অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হঠাৎ জানা গেল বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী হওয়ার খবর। এরপর তাকে নিয়ে শোরগোল পড়ে যায় সর্বত্র। বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়। শাহজাহান ওমরকে বিএনপি বহিষ্কারও করেছে। যদিও তার আগেই স্বেচ্ছায় বিএনপি ছাড়ার ঘোষণা দেন এই নেতা।

বিষয়টি শুক্রবার আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তোলা হলে ওবায়দুল কাদের বলেন, ‘কৌশলগত কারণেই শাহজাহান ওমরকে মনোনয়ন দেওয়া হয়েছে।’

এ ছাড়াও বিএনপির ১৫ কেন্দ্রীয় নেতাসহ সাবেক ৩০ জন সংসদ সদস্য নির্বাচনে অংশ নিচ্ছেন জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৩০টি নিবন্ধিত রাজনীতির দল নির্বাচন অংশ নিচ্ছেন। এটা একটা বড় সাফল্য। বিএনপির অনেকে অংশ নিচ্ছেন। আমরা কয়জনের নাম বলব!

ওবায়দুল কাদের বলেন, একরামুজ্জামান, মনজুর আলম, শওকত মাহমুদ, তৈমুর আলম খন্দকার, শমসের মবিন চৌধুরী, শাহজাহান ওমর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আহসান হাবীব, একেএম ফখরুল ইসলামসহ ১৫ জন কেন্দ্রীয় নেতা এবং শাহ মোহাম্মদ জাফর, মেজর আখতারুজ্জামানসহ সাবেক ৩০ জন সংসদ সদস্য এই নির্বাচন অংশগ্রহণ করছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এবং কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)