শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১

Somoy Channel
শুক্রবার ● ১ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » সাহিত্য রম্যগল্প » #রাজ্যবাসী ঘর
প্রথম পাতা » সাহিত্য রম্যগল্প » #রাজ্যবাসী ঘর
৮০ বার পঠিত
শুক্রবার ● ১ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

#রাজ্যবাসী ঘর

#রাজ্যবাসী ঘরএক রাজা একদিন দেখতে চাইলেন

তার রাজ্যবাসীদের ঘরে কার হুকুম চলে?

স্বামীর… নাকি

স্ত্রীর।

তিনি রাজ্যে ঘোষণা করলেন…

যার ঘরে বউ এর কথা মানা হয় সে রাজপ্রাসাদে এসে একটা করে আপেল নিয়ে যাবে।

আর যার ঘরে স্বামীর কথা চলে সে পাবে একটা ঘোড়া।

পরের দিন সমস্ত রাজ্য বাসী হাজির,

সবাই একটা করে আপেল নিয়ে ঘরে চলে যেতে লাগলো…

রাজা ভাবলেন সন্ধ্যে হয়ে গেল এখনো কি এমন একজন কেও পাওয়া যাবে না যার ঘরে স্বামীর কথা চলে!

এমন সময় একজন এলো লম্বা চওড়া স্বাস্থ্য, ইয়া বড় গোঁফ। সে এসে বললো,

“আমার ঘরে আমারই কথা চলে।”

রাজা বেজায় খুশি হলেন তিনি বললেন,

“যাও, আমার ঘোড়াশাল থেকে সব থেকে ভালো ওই কালো ঘোড়াটা তোমায় দিলাম।”

লোকটা ঘোড়া নিয়ে চলে গেলো।

রাজা খুশি মনে বললেন

“যাক অন্ততপক্ষে একজন তো পাওয়া গেলো”।

কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল সেই লোকটা ঘোড়া নিয়ে ফিরে এলো এবং বললো,

“রাজা মশাই আমাকে ঘোড়াটা পাল্টে দিন,

আমার বউ বললো যে কালো রং অশুভ,

সাদা শান্তির প্রতীক, তাই সাদা ঘোড়া দিন।”

রাজা রেগে গেলেন…

“তুই ঘোড়া রেখে একটা আপেল নিয়ে এখুনি আমার সামনে থেকে বিদায় হও।”

রাতের বেলা মন্ত্রী এলো, বললো”রাজা মশাই, সবাই তো আপেলই নিলো! আপেলের বদলে আপনি যদি অন্তত পাঁচ কেজি করে চাল দিতেন তো আপনার প্রজাদের কিছু সাশ্রয় হত।”

রাজা বললেন, “আমি ও সেটাই ভেবেছিলাম কিন্তু বড় রানী বললো আপেলই ভালো হবে।”

মন্ত্রী শুধালো, “রাজা মশাই আপনাকেও কি একটা আপেল কেটে দেবো?”

রাজা লজ্জিত হয়ে বললেন,

“সে কথা থাক, আগে বলো তুমি রাজসভায় এই মতামত না দিয়ে এখন কেন দিতে এসেছো এই রাতের বেলায়??”

মন্ত্রীর লাজুক উত্তর,

“আগামীকাল সকালেই বলতাম কিন্তু আমার বউ বললো এখনই যাও আর রাজামশাইকে বুদ্ধিটা এখনই দিয়ে এসো যাতে করে পরের বারে চাল দেওয়ার ঘোষণা দেন উনি।”

রাজা স্বস্তির হাসি হেসে বললেন,

“আপেলটা তুমি নিয়ে যাবে?

নাকি ঘরে পাঠিয়ে দেবো?”
ফেসবুক পেজ থেকে সংগৃহীত



বিষয়: #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)