শুক্রবার ● ১ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » নোয়াখালী-২ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
নোয়াখালী-২ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি) আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে এ সব প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।বেলা ১২টায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে বাজার প্রদক্ষিণ করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন বর্তমান সংসদ সদস্য ও টানা ৩ বার আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব মোরশেদ আলম।এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক।এছাড়া রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি শিহাব উদ্দিন।
এরপর একে একে মনোনয়ন দাখিল করেন জাসদ (ইনু) মনোনীত প্রার্থী নঈমুল আহসান জুয়েল,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর টিপু,জাতীয় পাটির মনোনীত প্রার্থী তালেবুজ্জামান,স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর হোসেন বাবর,কল্যাণ পার্টির কাজী সারোয়ার আলম,স্বতন্ত্র প্রার্থী আবদুল ছাত্তার।
মনোনয়ন দাখিলের পর প্রতিক্রিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সানজি গ্রুপের কর্ণধার লায়ন জাহাঙ্গীর আলম মানিক বলেন, আমি আগে থেকেই সেনবাগের গরীব,অসহায়দের পাশে রয়েছি,একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দলের মনোনয়ন চেয়েছিলাম,যেহেতু নেত্রী নির্বাচন করার জন্য উম্মোক্ত করে দিয়েছেন তাই প্রার্থী হয়েছি,নির্বাচিত হলে আরো ব্যাপক ভাবে সেনবাগের উন্নয়ন করে সেনবাগকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো।
বিষয়: #নির্বাচন ২০২৪