শুক্রবার ● ১ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ‘বাংলাদেশে বাণিজ্য নিষেধাজ্ঞা আসার কোনো পরিস্থিতি তৈরি হয়নি’
‘বাংলাদেশে বাণিজ্য নিষেধাজ্ঞা আসার কোনো পরিস্থিতি তৈরি হয়নি’
বাংলাদেশে বাণিজ্য নিষেধাজ্ঞা আসার মতো কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে মনে করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
৩০ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তপন কান্তি ঘোষ বলেন, বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে আছে বলে আমি মনে করি না। আর বাণিজ্যক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ বিশেষ কোনো সুবিধা পায় না। যেটা ইউরোপীয় ইউনিয়নে শুল্কমুক্ত সুবিধা পাই। ১৫ শতাংশের বেশি শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে আমাদের পণ্য রপ্তানি করতে হয়। কাজেই বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি নেই।
তিনি বলেন, ওয়াশিংটন থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কিছু অবজারভেশনের কথা রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও আইএলওর বাংলাদেশের শ্রম আইন নিয়ে কিছু কথা আছে। আমরা সেটা উন্নত করার চেষ্টা করছি। আমি মনে করি এটি নতুন কিছু না। এই চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় কোনো চাপ অনুভব করছে না। কারণ, আমরা প্রতিনিয়ত এসব নিয়ে কাজ করছি। সামনে দেশের শ্রমিকদের অধিকার কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে জোর দিচ্ছি।
এ ছাড়া ওয়াশিংটনের চিঠির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তপন কান্তি ঘোষ।
বিষয়: #নিষেধাজ্ঞা #বাংলাদেশ #বাণিজ্য