শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

Somoy Channel
বৃহস্পতিবার ● ৩০ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » জয়পুরহাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » জয়পুরহাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ১৬
৩০৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জয়পুরহাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ১৬

জয়পুরহাটে  বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ১৬মোফাজ্জল হোসেন, জয়পুরহাট: জয়পুরহাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ১৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬জনের মধ্যে ৪জন ভাঙ্গারী দোকানদার। চোর চক্রের দেয়া তথ্যানুযায়ী জয়পুরহাট গাইবান্ধা বগুড়া গোবিন্দগঞ্জ থানা এলাকার মিটার মালিক গনের থেকে বিকাশ নগদ একাউন্টের মাধ্যমে টাকা দাবী করত ট্রান্সফরমারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত হলেন- জেলার ধাওয়াচিলি শাইলট্টি গ্রামের মৃত নছির উদ্দীনের ছেলে আঃ রসিদ (৪৪), পাঁচবি থানার বেড়াখাই গ্রামের মৃত আবুতাহের ছেলে মাহফুজ (৪২) একই থানার আটুল গ্রামের লোকমানের ছেলে লাভলু (৫০), কুয়াতপুর গ্রামের মোফাজ্জলের ছেলে মোসাদ্দেক (১৯), উচাই গ্রামের মৃত হুজুর আলীর ছেলে খানু ফকির (৫২), সরাইল গ্রামের মৃত মকসেদ মন্ডলের ছেলে সাইদুর মন্ডল (৩৬), কুয়াতপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে আহসান হাবীব (১৯), পিয়ারা গ্রামের আমির হামজার ছেলে রব্বী হাসান (৩২), রামপুরা চৌধুরীপাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে তুহিন মন্ডল (২৫), পারইল গ্রামের রাশেদুল কাজের ছেলে রায়হান কাজী (২২), নাদিকুল চৌধুরী পাড়া গ্রামের সাত্তার আলী ছেলে জালাল হোসেন (৩৪), মহেশপুর গ্রামের করিম মন্ডলের ছেলে কাওসার রহমান (৩৫), বেগুনগ্রাম গ্রামের শহিদুল মন্ডলের ছেলে সোহাগ মন্ডল (২৯), আকলা পাড়া গ্রামের আঃ মন্ডলের ছেলে মেজবাউল ইসলাম (৩১), হাজিপুর গ্রামের মৃত জসীমউদ্দীন সরকারের ছেলে (৪৭), শিকটা গ্রামের সেকেন্দার আলীর ছেলে খোরশেদ আলম (৪৩)।
বৃহ¯পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম তিনি জানান, সা¤প্রতিক সময়ে জয়পুরহাটে ট্রান্সফরমার চুরির হিড়িক পড়ে। চোর চক্রের সদস্যরা তেলাল, কালাই ও জয়পুরহাট গোবিন্ধগঞ্জ বিভিন্ন এলাকা থেকে অন্তত কয়েকটি ট্রান্সফরমার চুরি করে।
জয়পুরহাট জেলার গভীর নলক‚প মালিক গন একাধিক ব্যক্তি বাদী হয়ে বিভিন্ন থানায় পৃথক সাধারণ ডায়েরি করেন। যার সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী বলেন, বাঁশ দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চক্রের সদস্যরা ট্রান্সফরমার চুরি করতো। তাদের আদালতের মাধ্যমে আজ কারাগারে পাঠানো হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, সা¤প্রতিক সময়ে এই ধরনের আরও একটি ঘটনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা কালাই তেলাল, গোবিন্দগঞ্জ এলাকায় ট্রান্সফরমার চুরি করে জেলার বিভিন্ন ভাঙ্গারী দোকানে বিক্রি করে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ইশতিয়াক আলম, ডিবি’র ওসি শাহেদ আলম মামুন সহ অন্যান্য কর্মকর্তাগন ও প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উলে­খ্য, জয়পুরহাট জেলা উপজেলায় সেচ প্রকল্পের ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িত সন্দেহে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।



বিষয়: #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)