বুধবার ● ২৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রবাসে বাংলাদেশ » সৌদিতে রাষ্ট্রদূত হিসেবে মেয়াদ বাড়ল জাবেদ পাটোয়ারীর
সৌদিতে রাষ্ট্রদূত হিসেবে মেয়াদ বাড়ল জাবেদ পাটোয়ারীর
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাবেক পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর চুক্তির মেয়াদ আরও ১ বছর ৬ মাস বাড়ানো হয়েছে। ৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দেড় বছরের জন্য তাকে পুনরায় চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছে।
২৯ নভেম্বর, বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী জাবেদ পাটোয়ারী আগের চুক্তির ধারাবাহিকতায় ও একই শর্তে এই নিয়োগ পেয়েছেন।
বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা জাবেদ পাটোয়ারী ২০২০ সালের ১৪ এপ্রিল অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। তখন তার অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে ১৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে ৩ বছরের জন্য সৌদি আরবের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়। পরে তার চুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়।
বিষয়: #জাবেদ #পাটোয়ারী #রাষ্ট্রদূত #সৌদি